নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে জেএমএম সাংসদ!!

অনলাইন প্রতিনিধি :-কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। ফেরার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাঝিঁ। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় উনার গাড়ির। সাথে সাথেই উল্টে যায় তাঁর গাড়ি। দুর্ঘটনায় গুরুতর চোট পান মহুয়া। আহত অবস্থায় তাঁকে রাঁচীর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে মহুয়ার। বুধবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সাংসদের সঙ্গে গাড়িতে সফরসঙ্গী ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূও। পরিবারকে নিয়েই মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গিয়েছিলেন মহুয়া। ফেরার পথে জাতীয় সড়ক-৩৯-এর লাতেহারে একটি দাঁড় করানো ট্রাককে ধাক্কা মারে তাঁর গাড়ি। সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।