কুয়াশায় বাতিল বহু বিমান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবারও ঘন কুয়াশার প্রভাবে দিনভর আগরতলা সেক্টরে বিমান উড়ান মারাত্মকভাবে বিঘ্নিত হয়।সকালের দিকে কোনও বিমান আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।দিনের প্রথম বিমান কলকাতা থেকে এসে পৌনে দু’টোয় অবতরণ করেছে। অনেক বিমানকে অবতরণের জন্য আগরতলার আকাশে দীর্ঘক্ষণ ধরে বার বার চক্কর কাটতে হয়েছে।চারটি বিমানের উড়ান বাতিল করা হয়েছে।বুধবারও ইন্ডিগোর অন্তত চারটি বিমান বাতিল করা হয়েছে বলে রাতে বিমানবন্দর সূত্রে জানা গেছে।বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম(আইএলএস) যন্ত্র পুনরায় এখনও চালু না করায় মূলত ঘন কুয়াশায় কম দৃশ্যমানতায় বিমান অবতরণে এই সমস্যা দেখা দিয়েছে। বিমান বিলম্ব,বিমান বাতিলের কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বাড়ছে যাত্রী সাধারণের ক্ষোভও।এদিকে রাজ্যের পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই পরিস্থিতিতে বিমান পরিষেবা স্বাভাবিক রাখতে বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পুনরায় দ্রুত চালু করার জন্য উদ্যোগ নিতে আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে মঙ্গলবার এইক চিঠিতে পাঠিয়েছেন। চিঠিতে রাজ্যের পরিবহণ, পর্যটন মন্ত্রী শ্রীচৌধুরী জানান, আইএলএস যন্ত্রের সুবিধা পুনরায় চালু করা হলে খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশায় বিমান অবতরণ ও উঠানামা মসৃণভাবে করার সুবিধা হয়।তাই বিমানবন্দরে বিমান উঠানামা পরিষেবায় আধুনিক আইএলএস যন্ত্রটি দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আর্জি জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। এই চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মন্ত্রী শ্রীচৌধুরী আরও জানান, আগরতলা সেক্টর থেকে ইন্ডিগো দুটি বিমান তুলে নেওয়ায় যাতায়াতে যাত্রীরা সমস্যায় পড়েছেন। তুলে নেওয়া ইন্ডিগোর দু’টি বিমান পুনরায় চালু করার জন্য চিঠিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছে বলা হয়েছে।তার পাশাপাশি আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে যাতায়াতে বিমান পরিষেবা সম্প্রসারণ করে বিমান সংখ্যা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নিতেও রাজ্য পরিবহণ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী চিঠিতে জানিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে বিমান সংস্থাগুলি লাগামছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ায় সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ভাড়া যাত্রীর নাগালের মধ্যে রাখারও আর্জি জানান মন্ত্রী শ্রীচৌধুরী।এদিকে,মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই-৭৪৩ এয়ারবাসটি বেলা আড়াইটা নাগাদ কলকাতা থেকে এসে অবতরণ করার পর পুনরায় কলকাতার উদ্দেশে আকাশে উড়তে পারেনি।এআই-৭৪৪ হয়ে কলকাতায় যাওয়ার কথা ছিল।কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আটকে যায় বিমানবন্দরে।এয়ার ইন্ডিয়ার রাতের এআই- ৭৪৫ ও এআই-৭৪৬ বিমানটির (এয়ারবাস)কলকাতা-আগতলার মধ্যে যাতায়াতে বাতিল করা হয়েছে।ফলে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত দুটি বিমানই মঙ্গলবার আগরতলা থেকে কলকাতায় যায়নি। বুধবারও এয়ার ইন্ডিয়ার আটক যাত্রীদের জন্য যাতায়াতে সকালের দিকে এগারোটার পর একটি অতিরিক্ত বিমান।দেওয়া হবে বলে জানা গেছে।এদিকে, ইন্ডিগোরও মঙ্গলবার দুটি বিমান বাতিল করা হয়েছে। রাতের একটি এয়ারবাস ও অপরটি এটিআর বিমান।আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে বিমান দু’টি বাতিল করা হয়েছে।ইন্ডিগোর বাতিল বিমানের আটক যাত্রীদের জন্য যাতায়াতে বুধবার ১৮০ আসনের একটি অতিরিক্ত বিমান দেওয়া হবে। অতিরিক্ত বিমানটি ৬ই-৯২০৩ বেলা ১টা ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশে রওয়ানা দেবে।অতিরিক্ত বিমানটি কলকাতা থেকে ৬ই-৯২০১ নম্বর হয়ে আগরতলায় আসবে বেলা ১টা ২৫ মিনিটে। এছাড়া ইন্ডিগোর বুধবারের আগরতলা থেকে দিনের প্রথম বিমান ৬ই-৪৯১ বাতিল করা হয়েছে।এই বিমানটি বেলা ১১টায় যাওয়ার সূচি ছিল।আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে এই বিমানের উড়ান বুধবারের জন্য বাতিল করা হয়েছে।ইন্ডিগোর কলকাতাগামী এটিআর বিমান বুধবারের জন্য ৬ই-৭১৪৪ বাতিল
করা হয়েছে।আগরতলা-কলকাতা, আগরতলা-শিলং উভয় দিকে যাতায়াতে এই এটিআর বিমানটি বুধবারের জন্য বাতিল করা হয়েছে বলে রাতে ইন্ডিগোর তরফে জানানো হয়।এদিকে ঘন কুয়াশার কারণে আগরতলা বিমানবন্দেরের রানওয়ে ঢাকা পড়ে থাকায় মঙ্গলবার বিমান বাতিল করা হয়েছে।প্রসঙ্গত, গত ছয় মাস ধরে ঘন কুয়াশায় অবতরণের সুবিধায় আইএলএস যন্ত্র থাকলেও চালু না থাকায় বিমান অবতরণে এই বিপত্তি দেখা দিয়েছে।পুরানো আইএলএস যন্ত্র বসানোর পরও যন্ত্রটি চালু না করায় কুয়াশায় বিমান অবতরণে সমস্যা বাড়ছে।দিল্লীর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক,দপ্তর থেকে যন্ত্র চালু করার অনুমতি এখনও না মেলায় অবতরণে বিমান এই সুবিধা পাচ্ছে না।প্রসঙ্গত, সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও শীঘ্রই আগরতলার এমবিবি বিমানবন্দরে আইএলএস সিস্টেম চালু করার দাবি উত্থাপন করেছিলেন।এই বিষয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেন। তারপরও এখন পর্যন্ত আইএলএস সিস্টেম চালু হয়নি।

Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

15 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

16 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

21 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

22 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

22 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

22 hours ago