কুয়েত থেকে নিহতদের দেহ ফিরছে দেশে!!

অনলাইন প্রতিনিধি :-কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ভারতীয়দের (৪৫জন) দেহ বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হচ্ছে|
এদের মধ্যে কেরালা থেকেই আছেন ২৩ জন| আর ৭জন তামিলনাড়ুর, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের তিনজন করে, ওড়িশার দু’জন, আর বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হরিয়ানা থেকে একজন করে।