কৃত্রিম বুদ্ধিমত্তায় অপরাধ রুখতে জি ২০ সম্মেলন।

এই খবর শেয়ার করুন (Share this news)

১৩ জুলাই হরিয়ানার গুরুগ্রামে “এনএফটি, এআই এবং মেটাভার্সের যুগে অপরাধ ও সুরক্ষা সম্পর্কিত জি ২০ সম্মেলন”-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ৭টি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইবার স্বেচ্ছাসেবক স্কোয়াডের উদ্বোধন করবেন।বিশেষভাবে নির্বাচিত এই স্বেচ্ছাসেবকরা সমাজে সাইবার সচেতনতা সৃষ্টি, ক্ষতিকর কনটেন্ট শনাক্তকরণ ও প্রতিবেদন এবং সমাজকে সাইবার নিরাপদ করতে কারিগরি সহায়তা প্রদানে কাজ করবেন। সম্মেলন চলাকালে অমিত শাহ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন এবং কনফারেন্স মেডেলিয়ন প্রকাশ করবেন। আগামী ১৩ ও ১৪ জুলাই দুদিনব্যাপী এই সম্মেলনে জি ২০ দেশ, ৯টি বিশেষ আমন্ত্রিত সদস্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্রযুক্তি নেতৃবৃন্দ,ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের ডোমেইন বিশেষজ্ঞ সহ ৯০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় সাইবার সিকিউর ইন্ডিয়া গড়ে তোলা স্বরাষ্ট্রমন্ত্রকের একটি অন্যতম শীর্ষ অগ্রাধিকার। এই সম্মেলনের লক্ষ্য একটি নিরাপদ সাইবার স্পেস তৈরির জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্ব তৈরি করা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগগুলিকে অগ্রাধিকার দেওয়া। সম্মেলনে সাইবার নিরাপত্তা এবং নন ফাঙ্গিবল টোকেন (এনএফটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেটাভার্সের মতো নতুন ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সাইবার অপরাধ মোকাবিলার উপায় খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে। সাইবার নিরাপত্তা আন্তর্জাতিকভাবে
নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলির একটি অপরিহার্য দিক হয়ে উঠেছে, যেখানে অর্থনৈতিক
এবং ভূরাজনৈতিক জটিলতার কারণে পর্যাপ্ত মনোযোগ দেওয়া প্রয়োজন। জি ২০ প্ল্যাটফর্মে সাইবার সিকিউরিটির উপর অধিকতর মনোযোগ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো
এবং ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্মের নিরাপত্তা ও দুর্বলতা নিশ্চিত করতে ইতিবাচক অবদান রাখতে পারে। জি ২০ ফোরামে সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা তথ্য আদান-প্রদানে সহায়তা করবে। “এনএফটি, এআই এবং মেটাভার্সের যুগে অপরাধ ও সুরক্ষা সম্পর্কিত জি- ২০ সম্মেলন” বিশ্বজুড়ে দূরদর্শীদের
সাথে নতুন ধারণা ও তথ্য বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে। সম্মেলনে আইন খাত, একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাইবার ফরেনসিক, নিয়ন্ত্রক, স্টার্টআপ, ওভার দ্য টপ (ওটিটি) সার্ভিস প্রোভাইডার, ই-কমার্স কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী বিশ্বমানের সাইবার বিশেষজ্ঞ এবং অতিথি বক্তারা অংশগ্রহণ করবেন। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, সংস্থা ও সংস্থার প্রতিনিধি এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, প্রশাসক এবং পুলিশ মহানির্দেশকরাও এই সম্মেলনে অংশ নেবেন।সম্মেলনটি ১৩ জুলাই প্লেনারি অধিবেশনের মাধ্যমে শুরু হবে এবং এরপরে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এই সম্মেলনে নিম্নোক্ত বিষয়ের উপর ৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে- ১ ইন্টারনেট গভর্নেন্স- জাতীয় দায়বদ্ধতা এবং বৈশ্বিক সাদৃশ্য। ২) ডিজিটাইজেশনের অভূতপূর্ব স্কেলের মধ্যে ডিপিআইকে নিরাপদ করা : নকশা, স্থাপত্য, নীতি এবং প্রস্তুতি। ৩) ডিজিটাল মালিকানার বর্ধিত বাস্তবতা, মেটাভার্স এবং ভবিষ্যৎ – আইনি এবং নিয়ন্ত্রক কাঠামো। ৪) এআই : চ্যালেঞ্জ, সুযোগ এবং দায়িত্বশীল ব্যবহার। ৫) বিন্দুসমূহ সংযুক্ত করা : ক্রিপ্টোকারেন্সি এবং ডার্কনেটের চ্যালেঞ্জসমূহ। ৬) আইসিটির অপরাধমূলক ব্যবহার : আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করা।সম্মেলনে ৬টি টেকনিক্যাল সেশন এবং আইসিটি সেক্টরে কর্মরত প্রতিষ্ঠান/শিল্পপ্রতিষ্ঠানের জাতীয় ও আন্তর্জাতিক পণ্য ও সেবার প্রদর্শনীর আয়োজন করা হবে। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ১৪ জুলাই সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন।ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, বিদেশমন্ত্রক, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং ইন্টারপোল এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কনফারেন্সের অন্যান্য অংশীদারদের মধ্যে রয়েছে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (আরআরইউ), ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (এনএফএসইউ), ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই), ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ), বেঙ্গালুরু এবং অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

26 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

57 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago