কৃত্রিম সঙ্কটের কথা

এই খবর শেয়ার করুন (Share this news)

আজকাল বৃষ্টি হইলেই যেমন বনমালীপুর , শকুন্তলা রোড জলের নিচে চলিয়া যায় এবং ধীরে ধীরে সারা শহরে নৌকাবিলাস শুরু হইয়া যায় , ঠিক তেমনই আগরতলার ব্যবসায়ীরা জাতীয় সড়কে ভূমিধস শুনিবামাত্র জিনিসপত্রের দাম বাড়াইতে থাকেন । কী মজুত আছে , কত মজুত আছে সেই সকল যেমন ভাবনার প্রয়োজন তাহারা বোধ করে না তেমনি জাতীয় সড়ক আদৌ কতটা অচল , কতদিন বন্ধ সেই সকল খবরের তোয়াক্কা করেন না । তাহারা জানেন এই সকল বিষয় যাহারা তদারক করিবেন , সেই সকল আধিকারিকেরা ম্যানেজেবল । সহজেই তাহাদের সামলানো সম্ভব । সেই সকল ঘটনা দেখিতে অভ্যস্ত এই রাজ্যের এই শহরের মানুষ । তাই তাহারাও পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়া কৃত্রিম চাহিদা তৈরি করিয়া থাকেন । কিন্তু সবার পক্ষে হুড়মুড় করিয়া তেল চাল কিনিবার সামর্থ্য নাই ।

যাহারা সামর্থ্যহীন সেই সকল বিশাল অংশের মানুষের সামনে তখন বিপদ ঘনাইয়া আসে । এই বিপদ ধীরে ধীরে সকলকেই গ্রাস করিয়া থাকে শেষ পর্যন্ত , যতক্ষণ পর্যন্ত না নড়িয়াচড়িয়া বসিবে প্রশাসন । আবার গদাই লস্কর প্রশাসন যখন মাঠে নামিবে ততক্ষণে কালোবাজারিদের আঙ্গুল ফুলিয়া কলাগাছ হইয়া গিয়াছে , আর ফতুর হইয়াছেন সাধারণ ভোক্তা । তাবতকাল ধরিয়া এই খেলা চলিতে চলিতে আমাদের সহনাগরিকেরা সর্বদা ভয়ের মানসিকতা লইয়া বাঁচিয়া থাকেন । আগরতলার সাম্প্রতিক জলমগ্নতা শেষ হইতে না হইতেই মানুষ ছুটিলেন পেট্রোল পাম্পে । লম্বা লাইনে দাঁড়াইলেন শনিবারের সন্ধ্যায় । এই ক্ষেত্রে প্রশাসনকে দায়ী করা চলে না । প্রতিবেশী রাজ্যে জাতীয় সড়কে ধস নামিবার সঙ্গে সঙ্গেই প্রশাসন আশ্বস্ত করিয়া বলিয়া দিয়াছে , আতঙ্কিত হইবার কারণ নাই , সব প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রহিয়াছে । কিন্তু এরপরও মানুষ তাহাদের ভয়ের মানসিকতা লইয়া জলমগ্নতার ভিজা জামাকাপড় লইয়াই পেট্রোল পাম্পে ভিড় জমাইলেন ।

কাহারও সবুর নাই । অথচ রবিবারের প্রভাতী পত্রিকার খবরে জানাইয়া দেওয়া হইলো বন্ধ জাতীয় সড়কের যেই অংশে যানবাহন আটকাইয়া গেছে সেই পথ দিয়া আবার নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল শুরু হইয়াছে । অর্থাৎ পথে আটকাইয়া থাকা পণ্যবাহী ট্রাকের ফল বা শাকসবজি নষ্ট হইলেও আলু , পেঁয়াজ , তেল , মশলা , পেট্রোল , ডিজেল নষ্ট হইবার নহে । আবার প্রশাসন ঘোষণা দিয়াছিল রাজ্যের ডিপোগুলিতে পর্যাপ্ত জ্বালানির মজুত রহিয়াছে , দুশ্চিন্তার কারণ নাই । আমাদের সহনাগরিকের সদা চিত্তচাঞ্চল্য একদিকে আমাদের যেমন বিপদাপন্ন করিয়া তুলে তেমনি কালোবাজারিদের উদ্দেশ্য খুব সহসাই সাধন করিয়া দেয় । আগরতলায় জলমগ্নতা কাটাইয়া সকলে যখন থলে হাতে বাজারে গেলেন , দেখিতে পাওয়া গেল একদিনের ব্যবধানে আলু – পেঁয়াজের খুচরো মূল্য দশ টাকা বাড়িয়া গেল । কেন বাড়িল ? তার জবাব খুচরো বিক্রেতার কাছে একটাই , মালিক বাড়াইয়াছে । মালিক মানে পাইকারি বিক্রেতা । পাইকারি বিক্রেতা কীভাবে বাড়ায় , ইহা প্রশাসনের জানা তো দূর , শিবেরও জানা অসাধ্য । এই ধরনের ব্যবসায় পাইকার বছরের নানান সময়ে খুচরা বিক্রেতাকে বাকিতে সামগ্রী দিয়া থাকে ।

কখনও কখনও খুচরা বিক্রেতা মালিকের কর্মচারী হইয়া পড়ে বিশ্বাসী হিসাবে । মানে খুচরা বিক্রেতা মালিকের পুঁজিতেই ব্যবসা করিয়া থাকে । এই ধরনের লেনদেনে সাধারণত মেমো কিংবা পাকা কাগজপত্রের প্রয়োজন থাকে না । পণ্য পরিবহণে চৌথা বা স্লিপ থাকিলেও এইগুলি সাংকেতিক হয় । তাই খুচরা ব্যবসায়ীর কাছ হইতে কাগজ চাহিয়া কিছুই হাতে পায় না সরকারী পর্যবেক্ষক । এই ধরনের চৌর্যবৃত্তি ধরিতে হইলে যেই প্রকার জাল বিছাইতে হয় সেই রকম পারদর্শিতা বা ইচ্ছা কোনওটাই প্রশাসনের থাকে না । ফলত লোকলজ্জায় প্রশাসন যখন কৃত্রিম মূল্যবৃদ্ধিতে লাগাম ধরিতে চাহে তখন পাইকারি বিক্রেতাদের ডাকিয়া আনিয়া ঠাণ্ডাঘরে বসাইয়া গরম পানীয় পরিবেশন করিয়া তোষামোদই করিতে হয় । হইবে না – ই বা কেন ? নির্বাচন হউক কিংবা অকাল নির্বাচন , রাজনৈতিক সকল কর্মকাণ্ডে তো এই ব্যবসায়ীরাই ভরসা হইয়া থাকিবে । অতএব জলে থাকিয়া কুমীরের সহিত বিবাদ করা চলিবে না । বরং তোষামোদ দিয়া কাজ আদায় করিয়া লওয়াই হইবে বুদ্ধিমানের কাজ । সরকারগুলি এই মতেই সাধারণ মানুষের কল্যাণ করিয়া থাকে । তবে এইটুকু কাজ করিতে তাহারা ন্যূনপক্ষে সপ্তাহকাল হইতে মাসেক কাল সময় লইয়া থাকে । সেই জন্য ভবিতব্য মানিয়া লইয়া আম জনগণ অধিক দামে পণ্য কিনিবে , ইহা যেন এক নিয়ম হইয়া গিয়াছে । এই ধরনের কৃত্তিম সঙ্কটের সময়ে বুদ্ধিমানের কাজ হইবে না কিনিয়া থাকিতে পারিলে । বিকল্প ব্যবস্থা সন্ধান করিয়া লওয়া কিংবা নিরুপায় হইলে যসামান্য কিনিয়া প্রয়োজন পূরণ করিয়া কালাতিপাত করা ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago