কৃষিবিজ্ঞান প্রশাসনিক ভবন উদ্ভোদন করলেন মুখ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে আনুষ্ঠানিক দ্বারোদঘাটন হলো নবনির্মিত গোমতী জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের। সোমবার দুপুরে অমরপুর টাউন রাংকাংয়ের কাঠাল বাগানস্হিত ওই জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া,তিন বিধায়ক রঞ্জিত দাস, বিপ্লব কুমার ঘোষ ও সিন্ধু চন্দ্র জমাতিয়া সহ কৃষি দপ্তরের পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী।

এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বিস্তারিত তথ্য পরিসংখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কয়েক জন কৃষকদের হাতে ট্র্যাক্টর সহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা । পরে মুখ্যমন্ত্রী অমরপুরের এসডিএম অফিসের মিলনায়তনে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। ওই পর্যালোচনা বৈঠকে কৃষিমন্ত্রী,উপজাতি কল্যান মন্ত্রী,জেলা সভাধিপতি, বিধায়কগন,রাজ্যের মুখ্যসচিব, বিভিন্ন কারিগরি দপ্তরের মুখ্য বাস্তুকার গন, জেলা শাসক,মহকুমা ম্যাজিসট্রেট সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী দ্রুত অসমাপ্ত এবং অর্ধ সমাপ্ত উন্নয়ন মুলক প্রকল্পের কাজ গুলি দ্রুত সম্পন্ন করার উপর গুরত্ব আরোপ করেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সোমবার বিকালে অমরপুর মহকুমার অম্পিনগর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা বাড়ি আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করার কথা ছিল। সেই অনুযায়ী সরকারি কোষাগারের বহু অর্থ ব্যয়ে উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ আমন্ত্রণ সহ যাবতীয় প্রস্তুতিও সেরে নেওয়া হয়েছিল। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে রবিবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে অম্পিনগর সিএসসি সেন্টারের দ্বারোদঘাটন সমারোহ বাতিল করা হয়েছে বলে গোমতী জেলা প্রশাসন ও অমরপুর মহকুমা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে অমরপুর মহকুমা প্রশাসন সূত্রের সংবাদ। এনিয়ে সোমবার দিনভর ব্যাপক গুঞ্জন চলতে থাকে অমরপুর ও অম্পিনগর জুড়ে।

Dainik Digital

Recent Posts

মধুমেয় রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন!!

ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…

10 hours ago

রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…

11 hours ago

বিজেপি জমানায় রাজ্যে কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ : কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এই সরকারের…

11 hours ago

দর্শনধারী!!

গুণ-বিচার পরে, আগে তো দর্শনধারী!এই আপ্তবাক্য আজকের ডিজিটাল জেট যুগে একেবারে সর্বাংশে সত্য। দর্শন অথে…

12 hours ago

বিলোনীয়ায় স্টপেজ দাবি উপেক্ষিত, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-ডবলইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস…

1 day ago

দেবভূমিতে গভীর খাদে বাস,, মৃত্য ২০!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে…

1 day ago