কৃষি দপ্তরে আধিকারিক পর্যায়ে রদবদল!!
অনলাইন প্রতিনিধি :-এক সপ্তাহের ব্যবধানে একযোগে সাতষট্টিজন পদস্থ অফিসার বদলি হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে।তাদের মধ্যে দশজন উপ-অধিকর্তা, একচল্লিশজন সহকারী অধিকর্তা ও কৃষি তত্ত্বাবধায়ক এবং ষোলজন কৃষি আধিকারিক রয়েছেন। গত এক সপ্তাহে এ সংক্রান্ত মোট ছয়টি বদলির আদেশ বের হয়। কৃষি ও উদ্যান অধিকর্তার অফিস সহ সাব্রুম থেকে ধর্মনগর প্রায় অধিকাংশ কৃষি ও উদ্যান অফিসেই অফিসার অদলবদল হয়েছেন।কৃষির উন্নয়নে আধিকারিকদের পদ ও দায়িত্বের সামঞ্জস্যতা বজায় রেখে কৃষি কৃষক কল্যাণ দপ্তরকে আরও গতিশীল করার লক্ষ্যে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই ব্যাপক বদলির পদক্ষেপ নিয়েছেন।
গত আগষ্ট মাসে দশজন সহকারী অধিকর্তা উপ-অধিকর্তা পদে পদোন্নতি পান।পদোন্নতি পেলেও তারা
তাদের উপযুক্ত পদে পোস্টিং পাননি। বেশ কয়েকজন উচ্চ পদাধিকারী নিম্ন পদে দায়িত্বে ছিলেন। বদলির তালিকায় তাদের উপযুক্ত পদে পোস্টিং দিয়ে অসামঞ্জস্যতা দূর করা হয়েছে। যেমন দক্ষিণ জেলার রূপাইছড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ চাকমাকে খোয়াইয়ের উপ-অধিকর্তা পদে পাঠানো হয়েছে। সিপাহিজলা জেলার কাঠালিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিভাস কুমার দেকে উত্তরের উপ-অধিকর্তা করা হয়েছে। এরকম আরও কয়েকটি অসামঞ্জস্যতা দূর করা হয়েছে। আরও কিছু অসামঞ্জস্যতা রয়ে গেছে যা কিছুদিনের মধ্যেই দূর করা হবে বলে জানা গেছে।
শুধু কৃষি আধিকারিকই নয়, পাশাপাশি দপ্তরের গ্রুপ ডি, গ্রুপ সি পদের বহু কর্মীকেও বদলি করা হয়েছে। জানা গেছে, কৃষি ও উদ্যান দপ্তরে শীঘ্রই আরও বড় ধরনের অদলবদল ঘটতে চলেছে। কিছুদিনের মধ্যেই চুক্তিতে নিযুক্ত অধিকর্তার মেয়াদ শেষ হতে চলেছে।কৃষি দপ্তরের উচ্চ পদগুলিতে রদবদল হতে পারে বলে খবর।