Categories: খেলাদেশ

কেকেআরে বাংলার ক্রিকেটার, দাবি তুলবেন সিএবি সভাপতি

এই খবর শেয়ার করুন (Share this news)

কেকেআর টিমে নেই কোনও বাংলার ক্রিকেটার নেই কোনও বাঙালি ক্রিকেটারও । সদ্য সমাপ্ত পনেরোতম আইপিএলে কেকেআরের ব্যর্থতার পর এই বিষয়গুলি বাংলার মানুষের মধ্যে ভীষণভাবে আলোচিত হচ্ছে । বাংলার ক্রিকেট মহল মনে করে যে , কলকাতার নামে যে দল গঠন করা হয়েছে সেই দলে কেন নেই বাংলা বা বাঙালি কেউ ? অভিযোগ , মুখে কলকাতার দল বলে নিজেদের ঘোষণা করে কেকেআর । কিন্তু নামেই কলকাতার দল । বাংলা উপেক্ষিত এই দলে । বিশেষ করে সিইও ভেনকী মাইসোর আসার পর থেকে দলে বেড়েছে দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের প্রভাব । এবার বাংলার ক্রিকেটারদের স্বার্থে এগিয়ে এলেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট যাতে আসন্ন আইপিএলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের সুযোগ দেয় , সেই দিকটা নিশ্চিত করতে চান অভিষেক ডালমিয়া । এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় , লক্ষ্মীরতন শুক্ল , ঋদ্ধিমান সাহা , দেবব্রত দাস , মনোজ তিওয়ারির মতো ক্রিকেটারদের কেকেআর – এর জার্সি গায়ে দেখা গিয়েছে ।

কিন্তু ইদানীং কলকাতা দলে বাংলার ক্রিকেটারদের দেখা যাচ্ছে না । আসলে দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে একটা ট্রেন্ড দেখা গেছে , তারা নিজেদের দলে খুব কম সংখ্যক বাংলার ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ।কোনও কোনও মরশুমে তো বাংলার কোনও ক্রিকেটারকেই তারা সুযোগ দেয় না । এবার বাংলা ক্রিকেটারদের জন্যই এগিয়ে এলেন বিএসির সভাপতি অভিষেক ডালমিয়া । চলতি আইপিএলে বাংলার তারকা ক্রিকেটাররা প্রমাণ করেছে যে তারাও কারোর থেকে কম নয় । ঋদ্ধিমান সাহা থেকে মহম্মদ শামি , এছাড়াও তালিকায় রয়েছেন শাহবাজ আহমেদের নাম । প্রত্যেকেই নিজেদের আইপিএলে প্রমাণ করেছেন । তবে তারা কেউই কেকেআর এর দলের হয়ে খেলেননি । এমন অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও বাংলার কোনও ক্রিকেটারকে সুযোগ দেয়নি । এবার তাই কেকেআর কর্তাদের কাছে এই বিষয়টি তুলে ধরবেন সিএবির সভাপতি । এমন অবস্থায় সিএবির সভাপতি জানিয়ে দিলেন , তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন । অভিষেক ডালমিয়া জানিয়েছেন , আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই । আমি এই বিষয়টা তুলে ধরব । ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযুক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায় । এই মুহূর্তে ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেটে বাংলা ধারাবাহিক দল । কেকেআরে এমন অনেক অযোগ্য ক্রিকেটার রয়েছেন যাদের তুলনায় বাংলা দলের ক্রিকেটারদের যোগ্যতা বেশি । আর অপেক্ষা সহ্য করতে রাজি নয় সিএবি ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

20 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

20 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

20 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

20 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago