কেক ওয়ালি টিচার

এই খবর শেয়ার করুন (Share this news)

এক ব্যতিক্রমী শিক্ষিকা , যিনি স্কুলের পড়ুয়াদের টানতে নিজের গ্যাটের কড়ি খরচ করে শিশুদের জন্মদিন পালন করেন । টানা প্রায় দশ বছর ধরে তার এই উদ্যোগে অবশ্য সাড়া মিলেছে বেশ ভাল ওই । আগে যেখানে প্রাথমিকের ৯০ জন শিশুকে স্কুলে টানতে নাভিশ্বাহ ফেলতে হত স্কুল শিক্ষিকাদেল এখন সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা আড়াইশো পেরিয়ে গিয়েছে । কিভাবে এই চমকপ্রদ ঘটনাটি ঘটালেন তার ব্যাখ্যা দিলেন স্বাতী কাবরা । অবশ্য স্কুল চত্বরে স্বাতী নামের সঙ্গে বিশেষ পরিচিত নন স্কুল পড়ুয়ারা । তাদের মধ্যে তো বটেই পড়ুয়াদের পরিবারের কাছেও ‘ কেক ওয়ালি টিচার ’ নামে খ্যাতি অর্জন করেছেন তিনি । কনৌজ থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ঝাগোলি এবং ভিলগাট্টি গ্রাম । এই গ্রাম দুটিতেই মুলত ভিল আদিবাসী সম্প্রদায়ের বাস । সেখানে গ্রামের পুরুষরা চাষবাসের মধ্যে থাকেন আর সন্ধ্যে হলেই মদ্যপানের আসরে ব্যস্ত থাকেন তারা । পুরুষদের চাষের কাজে সাহায্যের জন্য বাড়ির শিশুদের বার করে আনেন পরিবারের সদস্যরা । কখনো খেতে জল দেওয়ার কাজে , কখনও বীজ ছড়ানোর কাজে , আবার কখনো বা বাড়ির কর্তার খাবার পৌঁছে দেওয়ার কাজেই ব্যস্ত থাকে খুদেরা । স্বাভাবিকভাবেই স্কুলে যাওয়া তাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার । প্রাথমিক স্কুলের শিক্ষিকাদের চাপে পড়ে কয়েকজন হয়তো স্কুলের চৌকাঠে পা বাড়িয়েছিল । কিন্তু তাও মাস খানেকের জন্য ।পরিবারের চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছিল শিক্ষাকে।স্কুলছুটের সংখ্যা প্রতিদিনই বেড়েছে.।একটা সময় ভিলগাট্টি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ৯০ থেকে নেবে ১৫ জুড়ে দাঁড়িয়েছিল । পরিস্থিতি এমন সংকটজনক হয়ে যান দাঁড়ায় যে স্কুল উঠে যাবার জোগাড় । তখনই হাল ধরলেন স্বাতী । নিজে কেক তৈরিতে পারদর্শী ছিলেন , তাই ঠিক করলেন স্কুলের প্রতিটি শিশুর জন্মদিনে কেক উপহার দেবেন তিনি । আর এই কেকের টানে স্কুলমুখী হতে শুরু করল পড়ুয়ারা । কথায় কথায় , কানে – কানে খবর পৌঁছে যায় আশেপাশের গ্রামগুলিতে । সবার মুখে তখন একটাই কথা ‘ কেক ওয়ালি টিচার ’ এর স্কুলে গেলেই জন্মদিনে মিলবে কেক । আর সেই আশাতেই ভিল আদিবাসী সম্প্রদায়ের শিশুরা জড়ো হতে শুরু করল প্রাথমিক স্কুলে । বিষয়টা যতটা বলা সহজ হল স্বাতীর কাছে কাজটা ততটা সহজ ছিল না । রেজিস্টার খাতা খুঁজে প্রতিটি পড়ুয়ার নাম , ঠিকানা বার করে রাখলেন তিনি । সেই সঙ্গে তাদের জন্ম তারিখ । যেহেতু অজগ্রাম তাই কেকের উপকরণ মিলতো না । স্বাতীর স্বামী তরুণের মুদির দোকান । সেই দোকানেই কেকের সরঞ্জাম রাখতে শুরু করলেন তিনি । আর সেই সরঞ্জাম দিয়েই প্রস্তুত করলেন কেক । নিজের স্কুলের পড়ুয়াদের জন্মদিন হলেই পৌঁছে যেত স্বাতীর বানানো কেক । সঙ্গে আশেপাশের কুড়িজন খুদে নিমন্ত্রণ থাকতো । আদিবাসী সম্প্রদায়ের কাছে জন্মদিন পালন এক মহার্ঘ ছাড়া আর কিছুই নয় । তার সঙ্গে উপহার হিসেবে কেক , তারা কল্পনাই করতে পারত না । বছর খানেক আগে ভিল সম্প্রদায়ের ছোট্ট শিশুরা কেকের স্বাদ কোনদিন অনুভব করেছে কিনা তাই জানা নেই । এখন কেক ওয়ালি টিচারের সৌজন্যে নিজেদের জন্মদিন তো বটেই বন্ধুর জন্মদিনেও কেক কাটার আনন্দ কিংবা কেকের স্বাদ গ্রহণের আনন্দ উপভোগ করে তারা । তবে কেক ওয়ালি টিচারের এর কাছে কার্যত শর্তসাপেক্ষে বন্দি হয়ে যান খুদেদের অভিভাবকরা । শর্ত একটাই স্কুলে পাঠাতে হবে , আর যে পড়ুয়া যত বেশি দিন স্কুলে যাবে তার কেক এর অবয়বটা ততটাই বড় হবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

11 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago