কেন্দ্রের উপর আস্থা রেখে শুনানি আরও চারদিন পিছিয়ে দিলো দেশের শীর্ষ আদালত । ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন নিয়ে মঙ্গলবার আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কেন্দ্র । বুধবার শুনানি শুরুও হয়েছিল , কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বলেন , নির্বাসন সমস্যা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র । মঙ্গলবার ফিফার প্রতিনিধির সঙ্গে দু – দুবার কথা বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক , আরও আলোচনার প্রয়োজন আছে । সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে এ ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী । কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ মামলার শুনানি স্থগিত করে দেয় । সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা । প্রসঙ্গত উল্লেখ্য , তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কারণে গতকাল অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন তথা ভারতীয় ফুটবলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেণ্ড করেছে ফিফা । এ দিন শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে , এ মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআইএফএফের উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে ? এআইএফএফ নির্বাসিত হওয়ার ফলে ভারতে আসন্ন মহিলাদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে । সলিসিটর জেনারেলের বক্তব্যে আপাতত সন্তুষ্ট বিচারপতিরা । তারা জানিয়েছেন , সমস্যা সমাধানে মনে হচ্ছে কেন্দ্র ঠিক পথেই এগোচ্ছে । তাই কেন্দ্রকে আরও কয়েকদিন সময় দিতে চাইছেন বিচারপতিরা । তাই শুনানি চারদিন পিছিয়ে বাইশ আগষ্ট , সোমবার ডাকা হয়েছে । আদালত মনে করছেন , কেন্দ্র সঠিক পথে এগোচ্ছে । জানা গেছে , আদালতের বাইরে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্ৰক থেকে ফিফার সাথে আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত এআইএফএফ থেকে নির্বাসন তুলে নেওয়া যায় । ফিফা নাকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে প্রস্তাব দিয়েছে যে , দুটি শর্ত মেনে নিলেই উঠে যাবে নির্বাসন । তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে ফেডারেশনের নির্বাচনে চব্বিশজন প্রাক্তন জাতীয় ফুটবলারের ভোটাধিকার । মূলত ফেডারেশন থেকে এই নির্বাসন উঠতে দুটি শর্ত দিয়েছে ফিফা । এক , কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে অর্থাৎ সিওএকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং দুই , সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে । দ্বিতীয় শর্ত মানতে হলে করতে হবে নির্বাচন । মোট কথা , নির্বাচন হলেই কেটে যাবে সব কালো মেঘ । যত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে ততো তাড়াতাড়ি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলে । এ মাসের শেষে অবশ্য ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ।
অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…
অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…
অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…
অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…
দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…