Categories: দেশ

কেন্দ্রকে সাঁড়াশি আক্রমণে রাহুল

এই খবর শেয়ার করুন (Share this news)

কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দলকে আক্রমণ করে বলেন , এরা দেশকে শেষ করে দিচ্ছে বিদ্বেষ ছড়িয়ে । এতে লাভ হচ্ছে দেশের বিরোধীদের , শত্রুদের । রবিবার নয়াদিল্লীর রামলীলা ময়দানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মেহেঙ্গাই পর হল্লাবোল শীর্ষক এক জনসভার আয়োজন করে কংগ্রেস । জনসভায় এদিন ভিড় ভালোই হয় বলে দাবি করেছে কংগ্রেস । কংগ্রেসের মতে , দ্রব্যমূল্য বৃদ্ধি , মুদ্রাস্ফীতি ইত্যাদি নিয়ে কেন্দ্রকে চাপে রাখতে চাইছে কংগ্রেস । এদিন কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ করে রাহুল গান্ধী বলেন , বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেবার রাস্তায় হাঁটছে ।

মিডিয়া , বিচার ব্যবস্থা , নির্বাচন কমিশনকে প্রায় পকেটে পুরে নিয়েছে বিজেপি । এর জেরে দেশের সংবিধান আজ বিপন্ন । রাহুল রবিবার ফের মোদিকে আক্রমণ করে বলেন , তিনি শুধু ২ জন বড় পুঁজিপতি , শিল্পপতিদের জন্য কাজ করছেন তার মতে , মোদির নেতৃত্বে ২ টি ভারতের জন্ম হয়েছে । একটি হচ্ছে গরিবের ভারত , অপরটি হচ্ছে পুঁজিপতিদের ভারত । গরিবদের স্বপ্ন প্রতিনিয়তই ধূলিসাৎ হচ্ছে এই দেশে । অন্যদিকে পুঁজিপতিদের স্বার্থরক্ষার জন্য বেজায় খেটে চলেছে সরকার । এভাবেই প্রধানমন্ত্রী দেশকে দু’টুকরো করে দিয়েছেন । কংগ্রেস মনে করে , সবাই সমান সুযোগ পাবে । বিশেষ করে গরিব , পিছিয়েপড়াদের জন্য বেশি ভাবে কংগ্রেস ।

রাহুল গান্ধী এদিন অভিযোগ করেন , সংসদে সরকারপক্ষ বিরোধীদের কথা বলতে দিচ্ছে না । কাজেই আমাদের কথা বলতে হবে সরাসরি মানুষের মাঝে গিয়ে । দেশের মানুষকে সত্যটা জানাতে হবে । তাদের কথাও আমাদের শুনতে হবে । এজন্যই বিশেষ করে কংগ্রেস দল আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘ ভারত জুড়ো যাত্রা শুরু করছে । এতে মানুষের সাথে মেশার সুযোগ পাবো আমরা । মানুষের কথা শুনতে পাবো আমরা । রাহুল এদিন বলেন , কংগ্রেস রাজত্বে ২৭ কোটি মানুষকে আমরা গরিবি সীমার বাইরে নিয়ে এসেছিলাম । কিন্তু গত ৮ বছরে মোদি সরকার ২৩ কোটি মানুষকে ফের গরিব বানিয়ে দিয়েছে ।

আমরা ১০ বছরে যা করেছিলাম তারা গত ৮ বছরে তা শেষ করে দিয়েছে । রাহুলের অভিযোগ , নরেন্দ্র মোদিদেশকে পিছিয়ে নিয়ে গেছেন । তিনি দেশে ক্রমাগতই বিদ্বেষ ছড়াচ্ছেন । একটা ভয়ের বাতাবরণ তিনি তৈরি করছেন গোটা দেশে । এতে দেশের শত্রুদের লাভ হচ্ছে । এরা উৎসাহিত হচ্ছে । এতে চিনও উৎসাহিত হচ্ছে । এতে পাকিস্তানের সুবিধা হবে , ভারতের নয় । যতই বিদ্বেষ , হিংসা , ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে ততই দেশের ক্ষতি হচ্ছে । রাহুল বলেন , মূল্যবৃদ্ধি , হিংসা , বিদ্বেষ দেশকে দুর্বল করছে । মোদি যা করছেন বিজেপি তা করছে । কংগ্রেস দেশকে এক করার কথা বলছে । আমরা হিংসা , বিদ্বেষের বিপক্ষে । যদি হিংসা , বিদ্বেষ , ভয় এগুলি কাটানো যায় তাহলে দেশ এগিয়ে যাবে , আমরা তা করে দেখিয়েছি বহু বছর । রাহুল বলেন , একমাত্র কংগ্রেসই পারে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে । আমরা এজন্য সরাসরি মানুষের কাছে যাব । সত্যটা তাদের সামনে তুলে ধরবো । সেজন্যই আমরা ‘ ভারত জুড়ো যাত্রা ’ শুরু করছি ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

14 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

14 hours ago