কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোটের দাবি সিপিএমে।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানেই করার দাবি জানালো সিপিএম। উপভোটকে নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাথে বিধানসভা নির্বাচনের মতো আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছে।তিপ্রা মথার সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি বলে সিপিএম সূত্রে খবর। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সিপিএম কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে। এমনকী ধনপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলেই এ পর্যন্ত খবর। যদিও এই দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে ঘিরে সিপিএম রাজ্য দপ্তরে একটি বৈঠক করা হয়েছে।এ দিনের বৈঠকেও রাজ্য বাম নেতৃত্বের দাবি উপভোটের দিন এই দুই আসনের প্রতিটি বুথের ভেতরে ও বাইরে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন তরফে। বুধবার মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের কাছেও একই দাবি করেছে সিপিএম।এদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর দাবি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে এই পদক্ষেপগুলি নিতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন এলাকার বাইরে থেকে ব্যাপক হারে দুষ্কৃতী অনুপ্রবেশ ঘটিয়ে শাসকদল বিভিন্ন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। রাজ্যে এর পুনরাবৃত্তি যাতে না হয়, নির্বাচন আধিকারিককে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বক্সনগর ও ধনপুর দুটি নির্বাচন ক্ষেত্রই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। তাই রাজ্যের ভেতরে যারা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে ব্যস্ত, তারা যাতে কোনও অবস্থাতেই সীমান্তের অপর পারের কোনও দুষ্কৃতীর দলকে এ কাজে ব্যবহার করতে না পারে এর জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে রাখতে হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে এই পদক্ষেপের প্রয়োজন রয়েছে রাজ্যে। শুধু তাই নয়, ভোটের কয়েকদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচনি এলাকা রোড মার্চ করতে হবে যাতে ভোটারদের ভীতি দূর যায়। কারণ এই পরিবেশ নেই।প্রত্যেক ভোটকেন্দ্রের ভেতরও বাইরে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে ভোট লুঠ এবং ভোটারদের বাধাদান বন্ধ করা যায়। শুধু তাই নয়, বিরোধী দলের প্রচারের কর্মসূচিতে পুলিশের অনুমোদন প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করার তিনি দাবি জানান। কারণ শাসকদল আদর্শ আচরণবিধি মানতে নারাজ। শাসকের নির্বাচন চলাকালীন সরকারের সাফল্য প্রচারমূলক বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে। তবেই অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

Dainik Digital

Recent Posts

সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান!!

অনলাইন প্রতিনিধি :-সমস্ত দেশের জন্যই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। আপাতত ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত…

30 mins ago

পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত…

47 mins ago

স্কুল কলেজ ভেঙ্গে দিল পাকিস্তান!!

পুঞ্চে অবস্থিত ‘দারউল-মদিনা ইংরেজি স্কুল’। সেখানে পড়াশোনা করেন প্রচুর পড়ুয়ারা। তার পাশেই অবস্থিত বিএড কলেজ।…

1 hour ago

সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

২৫ মিনিটের অভিযানেই ধ্বংস করা হয়েছে নয় জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। তবে…

1 hour ago

প্রতিরক্ষা কর্মীদের সুবিধা প্রদান এয়ার ইন্ডিয়ার!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার এয়ার ইন্ডিয়া গ্রুপ ঘোষণা করেছে যে, ৩১ মে, ২০২৫ পর্যন্ত ভ্রমণের তারিখ…

1 hour ago

পর্যালোচনা বৈঠক,পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মন্ত্রীর নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটনশিল্পের বিকাশে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী, চতুর্দশ দেবতা মন্দির ও কসবা কালী মন্দির…

3 hours ago