অনলাইন প্রতিনিধি :- বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানেই করার দাবি জানালো সিপিএম। উপভোটকে নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাথে বিধানসভা নির্বাচনের মতো আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছে।তিপ্রা মথার সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি বলে সিপিএম সূত্রে খবর। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সিপিএম কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে। এমনকী ধনপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলেই এ পর্যন্ত খবর। যদিও এই দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে ঘিরে সিপিএম রাজ্য দপ্তরে একটি বৈঠক করা হয়েছে।এ দিনের বৈঠকেও রাজ্য বাম নেতৃত্বের দাবি উপভোটের দিন এই দুই আসনের প্রতিটি বুথের ভেতরে ও বাইরে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন তরফে। বুধবার মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের কাছেও একই দাবি করেছে সিপিএম।এদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর দাবি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে এই পদক্ষেপগুলি নিতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন এলাকার বাইরে থেকে ব্যাপক হারে দুষ্কৃতী অনুপ্রবেশ ঘটিয়ে শাসকদল বিভিন্ন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। রাজ্যে এর পুনরাবৃত্তি যাতে না হয়, নির্বাচন আধিকারিককে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বক্সনগর ও ধনপুর দুটি নির্বাচন ক্ষেত্রই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। তাই রাজ্যের ভেতরে যারা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে ব্যস্ত, তারা যাতে কোনও অবস্থাতেই সীমান্তের অপর পারের কোনও দুষ্কৃতীর দলকে এ কাজে ব্যবহার করতে না পারে এর জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে রাখতে হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে এই পদক্ষেপের প্রয়োজন রয়েছে রাজ্যে। শুধু তাই নয়, ভোটের কয়েকদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচনি এলাকা রোড মার্চ করতে হবে যাতে ভোটারদের ভীতি দূর যায়। কারণ এই পরিবেশ নেই।প্রত্যেক ভোটকেন্দ্রের ভেতরও বাইরে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে ভোট লুঠ এবং ভোটারদের বাধাদান বন্ধ করা যায়। শুধু তাই নয়, বিরোধী দলের প্রচারের কর্মসূচিতে পুলিশের অনুমোদন প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করার তিনি দাবি জানান। কারণ শাসকদল আদর্শ আচরণবিধি মানতে নারাজ। শাসকের নির্বাচন চলাকালীন সরকারের সাফল্য প্রচারমূলক বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে। তবেই অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…
অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…
অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…
অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…