শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নেত্তৃত্বে মাত্র ১০ বছরেই বিকাশের হাত ধরে সফলতা পেয়েছে ভারত। এই সফলতাতে দেশের ১৪০ কোটি জনতার মনোবল এবং আত্মবিশ্বাসও বেড়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক বর্গের লোকেদের সবকা সাথ সাবকা বিশ্বাস এই মন্ত্রে দীক্ষিত করে একত্রিত করেছে। মাত্র ১০ বছরেই নীতি,পরিকল্পনা এবং কার্যক্রম প্রস্তুত করে সামাজিক ন্যায় এবং বড়সড় অর্থব্যবস্থার শক্তির যে যোগান বৃদ্ধি করেছে প্রতিটি ক্ষেত্রে যে বিকাশ হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা কংগ্রেস বিগত ৫৫ বছরের রাজত্বেও করতে পারেনি। এর মূল কারণ তাদের কাছে ছিলনা নেতা নীতি আদর্শ কোনটাই ছিল না। সদ্য প্রকাশিত ২০২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট নির্মলা সীতারমন পেশ করেছে তা
আত্ননির্ভর ভারত গড়তে সাহায্য করবে। তাছাড়া এই বাজেটে গরীব, কৃষান, যুবা মহিলা প্রত্যেক কে এগিয়ে যেতে এই বাজেটে পলিসি পেশ করা হয়েছে। তেমনি এই বাজেটে উপকৃত হবে সমাজের বড় অংশের মধ্যবিত্ত। বাজেটে যে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর মুকুব করা হয়েছে তাতে ৫ কোটি ৬৫ লক্ষ মানুষ উপকৃত হবে। দেশের যে সব জেলায় উৎপাদন কম হয় বিভিন্ন কারণে ঐ সব জেলাকে বিশেষভাবে প্রমুখতা দেওয়া হবে। কৃষক দের জন্য সয়েল টেস্ট, ইরিগেশন সমস্ত ব্যাবস্থা তাদের জন্য রাখা হবে। যারা কৃষান ক্রেডিট কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে। ৭.৫ কোটি লোক এই কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে তাদের আগে লোন দেওয়া হত ৩ লক্ষ টাকা পর্যন্ত এখন সেটা ৫ লাখ অবধি বরাদ্দ করা হয়েছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…
অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…
অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…