শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নেত্তৃত্বে মাত্র ১০ বছরেই বিকাশের হাত ধরে সফলতা পেয়েছে ভারত। এই সফলতাতে দেশের ১৪০ কোটি জনতার মনোবল এবং আত্মবিশ্বাসও বেড়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক বর্গের লোকেদের সবকা সাথ সাবকা বিশ্বাস এই মন্ত্রে দীক্ষিত করে একত্রিত করেছে। মাত্র ১০ বছরেই নীতি,পরিকল্পনা এবং কার্যক্রম প্রস্তুত করে সামাজিক ন্যায় এবং বড়সড় অর্থব্যবস্থার শক্তির যে যোগান বৃদ্ধি করেছে প্রতিটি ক্ষেত্রে যে বিকাশ হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা কংগ্রেস বিগত ৫৫ বছরের রাজত্বেও করতে পারেনি। এর মূল কারণ তাদের কাছে ছিলনা নেতা নীতি আদর্শ কোনটাই ছিল না। সদ্য প্রকাশিত ২০২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট নির্মলা সীতারমন পেশ করেছে তা
আত্ননির্ভর ভারত গড়তে সাহায্য করবে। তাছাড়া এই বাজেটে গরীব, কৃষান, যুবা মহিলা প্রত্যেক কে এগিয়ে যেতে এই বাজেটে পলিসি পেশ করা হয়েছে। তেমনি এই বাজেটে উপকৃত হবে সমাজের বড় অংশের মধ্যবিত্ত। বাজেটে যে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর মুকুব করা হয়েছে তাতে ৫ কোটি ৬৫ লক্ষ মানুষ উপকৃত হবে। দেশের যে সব জেলায় উৎপাদন কম হয় বিভিন্ন কারণে ঐ সব জেলাকে বিশেষভাবে প্রমুখতা দেওয়া হবে। কৃষক দের জন্য সয়েল টেস্ট, ইরিগেশন সমস্ত ব্যাবস্থা তাদের জন্য রাখা হবে। যারা কৃষান ক্রেডিট কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে। ৭.৫ কোটি লোক এই কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে তাদের আগে লোন দেওয়া হত ৩ লক্ষ টাকা পর্যন্ত এখন সেটা ৫ লাখ অবধি বরাদ্দ করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…