অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে সরব হলেন সুশান্ত চৌধুরী। রাজ্যের পরিবহণ মন্ত্রী শ্রী চৌধুরী এ নিয়ে চিঠি লিখেছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। বুধবার,৩১ জুলাই মেইল যোগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়ে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটা আশু প্রয়োজন।
পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী এই প্রসঙ্গে সাব্রুম পর্যন্ত ডবল লাইনের দাবি করেন। লামডিং-সাব্রুমের বর্তমান সিঙ্গল লাইন ব্যবস্থার পরিবর্তন করে দ্রুত ডবল লাইনে রূপান্তরের কথা বলেন সুশান্ত।তার বক্তব্য,সিঙ্গল লাইন ব্যবস্থার কারণে এক্সপ্রেস ও স্থানীয় পর্যায়ের যাত্রীট্রেন চলাচলে অকারণে সময় নষ্ট হয়।ভোগান্তি বাড়ছে যাত্রীদের।রাজ্যের মুখ্যমন্ত্রীও এ মর্মে রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন -বলে নিজের চিঠিতে উল্লেখ করেন পরিবহণ মন্ত্রী।
তিনি রেলমন্ত্রীর কাছে লেখা নিজের চিঠিতে আরও উল্লেখ করেন যে সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে অবগত করা হয়েছে, আসামের চন্দ্রনাথপুর থেকে শুরু করে রাজ্যের দক্ষিণের প্রান্তিক স্টেশন সাক্রম পর্যন্ত ডবল লাইন করার বিষয়ে চূড়ান্ত সমীক্ষার অগ্রগতি চলছে। স্থানীয় পর্যায়ে এর জন্য যাবতীয় দিক খতিয়ে দেখার কাজ এগিয়ে আনা হয়েছে।
রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী এই প্রসঙ্গে দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানান আগরতলা- সাব্রুম
রেলপথ নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সাধারণ যাত্রী চলাচলের বাইরেও এর গুরুত্ব রয়েছে।আর সেটা হলো বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে যোগাযোগ। এক্ষেত্রে ত্রিপুরার পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আগরতলা-সাক্রম রেলপথ। এর জন্য এই রেলপথ ডবল লাইনে রূপান্তর প্রয়োজন। এর রূপায়ণে ত্রিপুরার সঙ্গে সুবিধা হবে উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিরও। এমতাবস্থায় এর দ্রুত রূপায়ণ করার কথা বলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শ্রী চৌধুরী।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…