কেন্দ্রীয় রেল ও শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বুধবার রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে নয়াদিল্লীতে কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে সাক্ষাৎ করে পৃথক পৃথকভাবে সাময়িক সময়ের জন্য বৈঠকও করেন তিনি। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।সাক্ষাৎকালে ডা. সাহা শিক্ষা, পরিকাঠামো এবং প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সর্বাগ্রে তুলে ধরেছেন তাদের সামনে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে তার বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলের উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন যে এই উদ্যোগগুলির লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো করে সুযোগ প্রদান করা। নয়াদিল্লীর রেল ভবনে কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে পৃথক বৈঠকে ডা. সাহা রেলওয়ে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। রেলওয়ে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে তিনি আগরতলা ও গুয়াহাটির মধ্যে রেল যোগাযোগ, ধর্মনগর ও সাব্রুমের মধ্যে স্থানীয় ট্রেন এবং বুধজং নগর-জিরানীয়া (শিল্প এস্টেট) এবং ধর্মনগর-কৈলাসহরের মধ্যে নতুন রেলপথ চালু করার অনুরোধ জানান। আগরতলা ও গুয়াহাটির সাথে সংযোগকারী কৃষকদের জন্য কিষান ট্রেন পরিষেবার প্রস্তাবও করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার সাথে।

Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

16 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

16 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

16 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

16 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

16 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

20 hours ago