কেন্দ্রীয় রেল ও শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বুধবার রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে নয়াদিল্লীতে কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে সাক্ষাৎ করে পৃথক পৃথকভাবে সাময়িক সময়ের জন্য বৈঠকও করেন তিনি। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।সাক্ষাৎকালে ডা. সাহা শিক্ষা, পরিকাঠামো এবং প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সর্বাগ্রে তুলে ধরেছেন তাদের সামনে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে তার বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলের উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন যে এই উদ্যোগগুলির লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো করে সুযোগ প্রদান করা। নয়াদিল্লীর রেল ভবনে কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে পৃথক বৈঠকে ডা. সাহা রেলওয়ে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। রেলওয়ে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে তিনি আগরতলা ও গুয়াহাটির মধ্যে রেল যোগাযোগ, ধর্মনগর ও সাব্রুমের মধ্যে স্থানীয় ট্রেন এবং বুধজং নগর-জিরানীয়া (শিল্প এস্টেট) এবং ধর্মনগর-কৈলাসহরের মধ্যে নতুন রেলপথ চালু করার অনুরোধ জানান। আগরতলা ও গুয়াহাটির সাথে সংযোগকারী কৃষকদের জন্য কিষান ট্রেন পরিষেবার প্রস্তাবও করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার সাথে।

Dainik Digital

Recent Posts

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

2 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

2 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

5 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

5 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

7 hours ago

অল্পের জন্য রক্ষা পেল গুয়াহাটিগামী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস অল্পেতে রক্ষা পেল। বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল।রেল লাইনের মাঝে বড়…

1 day ago