কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি স্বাক্ষর তিপ্রামথার!!
অনলাইন প্রতিনিধি :-বিধানসভা নির্বাচনের আগে থেকেই কেন্দ্র সরকারের উপর নানাভাবে সমঝোতার চেষ্টা চালিয়েছেন তিপ্রামথার সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মন। লোকসভা নির্বাচন দৌড়্গোড়ায়। আর তার আগে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতেই ফের একবার আন্দোলনে নামবে বলে হুংকার দেয় তিপ্রামথা। সেই মতো ২৮ শে ফেব্রুয়ারি থেকে বড়মুড়া হাতায়কতরে আমরণ অনশন আন্দোলন ও শুরু করে তিপ্রা মথা। ২৮ ফ্রেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে যখন জনজাতিদের সংবিধানিক অধিকার আদায়ের দাবিতে আমরণ অনশন আন্দোলন শুরু হয়। সেই মতো যাবতীয় প্রস্তুতিও চূড়ান্ত করে নেওয়া হয়েছিল। এরই মধ্যে ফের দিল্লি থেকে ডাক আসে প্রদ্যোতের। ফলে অনশন ফেলেই তিনি দিল্লি উড়ে যান দুপুর দুটো চল্লিশ মিনিটের বিমানে। অবশেষে শনিবার কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় তিপ্রামথার।