আগামীকাল , রবিবার নয়াদিল্লীর রামলীলা ময়দানে কংগ্রেসের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ মেহেঙ্গাই পর হল্লাবোল ’ । কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ময়দানে উপস্থিত থেকে জনসভায় ভাষণ রাখবেন । শনিবার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিজেপিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আক্রমণ করে বলেন , সাধারণ মানুষের দুর্দশা নিয়ে কেন্দ্রীয় সরকার অত্যন্ত অমানবিক । দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে । কংগ্রেসের বক্তব্য , সবকিছুর কর বেড়েছে বিজেপি সরকারের আমলে । শুধু বাড়েনি কর্পোরেট ট্যাক্স । এদিন রামলীলা ময়দানে কংগ্রেসের ‘ মেহেঙ্গাই পর হল্লাবোল ‘ শীর্ষক কর্মসূচির ঠিক আগে কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল , অজয় মাকেন , জয়রাম রমেশ প্রমুখ নেতৃত্ব বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে বলেন , কেন্দ্রীয় সরকার ভুল নীতি নিয়ে এগোচ্ছে । বিজেপি শুধু ব্যস্ত ঘোড়া কেনাবেচা নিয়ে । যে সমস্ত রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে সেই সরকারগুলিকে ব্যতিব্যস্ত করে রাখা বর্তমান কেন্দ্রীয় সরকারের মুখ্য কাজ । আগামীকাল , রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ শীর্ষ পার্টি নেতৃত্ব সমাবেশে ভাষণ দেবেন । এছাড়া দিল্লী , হরিয়ানা , উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে পার্টির নেতা কর্মীরা সমাবেশে যোগ দেবেন । অন্যদিকে , কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আগামী ৭ সেপ্টেম্বর ভারত জুড়ো যাত্রা শুরু হচ্ছে । এই যাত্রায় ৩৫০০ কিমি রাস্তা অতিক্রম করা হবে । ভারত জুড়ো যাত্রায় যে ইস্যুগুলি মানুষকে জানানো হবে সেগুলি হলো দ্রব্যমূল্য বৃদ্ধি , বেকারত্ব । এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যাও তুলে ধরা হবে ভারত জুড়ো যাত্রায় । ভারত জুড়ো যাত্রার ঠিক আগে রামলীলা ময়দানে কংগ্রেসের এই জনসভায় আগামীকাল কী বার্তা দেয় কংগ্রেস তাই দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী । কংগ্রেস নেতৃত্বের মতে , দ্রব্যমূল্য বৃদ্ধি , বেকারত্বের মতো ইস্যুগুলি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সবসময় তুলে ধরবে কংগ্রেস । এ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করবে কংগ্রেস । কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এদিন বলেন , বিজেপি সরকার পুরোপুরি অমানবিক , অস্পর্শকাতর । ২০১৪ সালের সাথে বর্তমান অবস্থার তুলনা টানুন । কীভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের ঘটেছে এই কয় বছরে তা মানুষের সামনে আমরা তুলে ধরেছি সময়ে সময়ে গত আগষ্ট মাসে আমরা কালো দিন পালন করেছি রাস্তায় নেমে । সেখানে রাহুল গান্ধী , প্রিয়াঙ্কা গান্ধীরা রাস্তায় নেমে আন্দোলন করে গ্রেপ্তার হয়েছেন । সংসদে কংগ্রেস বারবার এ নিয়ে বিতর্কের দাবি করেছে । সরকারকে প্রশ্ন করেছে কংগ্রেস , কিন্তু সরকার নীরব । কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন , কেন্দ্রের বিজেপি সরকার শুধু ব্যস্ত পুঁজিপতিদের স্বার্থ রক্ষার্থে । সবকিছুর উপর কর বসাচ্ছে কেন্দ্র । কিন্তু কর্পোরেট ট্যাক্স বসাচ্ছে না কেন্দ্র । কংগ্রেস নেতারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি । এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর । কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে , আগামীকাল রবিবার দিল্লীর রামলীলা ময়দানে যে জনসভা হবে তাতে লক্ষ লোক শামিল হবেন । এই সমাবেশের উদ্দেশ্য ঘুমন্ত সরকারকে জাগানো ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…