কেরালা স্টোরি, দুই কলেজের ছাত্র সংঘর্ষ, আটক ১০।

 কেরালা স্টোরি, দুই কলেজের ছাত্র সংঘর্ষ, আটক ১০।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার দুপুরে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ফটিকরায় আম্বেদকর কলেজ।কেরালা স্টোরি নিয়ে শুক্রবার কলেজ চত্বরে ঘটলো কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।সংঘর্ষে কলেজ অধ্যক্ষের অফিসেও ব্যাপক ভাঙচুর করে উত্তেজিত ছাত্ররা। ঘটনা সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দশজন ছাত্রকে ফটিকরায় থানার পুলিশ আটক করে। ঘটনাকে ঘিরে একপক্ষ অন্য পক্ষের দিকে তুলছে অভিযোগের আঙুল। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের ছয় তারিখে ফটিকরায় কলেজের অডিটোরিয়ামে কেরালা স্টোরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফটিকরায় কলেজ ইউনিট।কিন্তু এই সিদ্ধান্তে আপওি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একাংশ পড়ুয়াদের। তাদের দাবি, কলেজ অডিটোরিয়ামে এই ফিল্ম যাতে না দেখানো হয়। এ নিয়ে এ দিন তারা ডেপুটেশন দিতে যায় কলেজ অধ্যক্ষের কাছে। আর তখনই বাঁধে ঝামেলা। ফটিকরায় কলেজের পড়ুয়াদের বক্তব্য, বহিরাগত ছাত্ররা কলেজে ঢুকে মেয়েদের সাথে অভব্য আচরণ করছিল,এতে প্রতিবাদ জানানোয় তাদের উপর মারধর চালায় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্ররা।এমনকী পরে কলেজ অধ্যক্ষের অনুপস্থিতিতে অফিসেও ব্যাপক ভাঙচুর চালায় বলে,অভিযোগ ফটিকরায় কলেজের ছাত্রদের। অন্যদিকে, কৈলাসহর কলেজের ছাত্রদের তরফেও তোলা হয় পাল্টা অভিযোগ। তাদের বক্তব্য, আগাম জানিয়ে কেরালা স্টোরি নিয়ে কলেজে ডেপুটেশন দিতে গেলে তাদের উপর আক্রমণ করে ফটিকরায় কলেজের ছাত্ররা।কলেজ চত্বরে দুই কলেজের ছাত্রের আক্রমণ পাল্টা আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে৷ফটিকরায় থানার পুলিশ এবং টিএসআর বাহিনী।এই ঘটনায় আহত এবং রক্তাক্ত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন।ঘটনা ঘিরে এদিন রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় ফটিকরায়ের আম্বেদকর কলেজ চত্বর।পুলিশি হস্তক্ষেপে পরে পরিস্থিতি বেশ বেগ পেতে হয় পুলিকেও। এ ব্যাপারে ফটিকরায় থানার ওসি নন্দন দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই ঘটনায় পুলিশ দশজন ছাত্রকে আটক করে। পুলিশ দুই পক্ষের অভিযোগ শুনছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.