দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ফের কৈলাসহর বিমানবন্দর চালু করা নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।শুক্রবার দিল্লীতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান সাংসদ শ্রীদেব। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে কৈলাসহর বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান।উল্লেখ্য, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এই বিমানবন্দরটি চালু করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন।সেই সময় রাজ্য সরকারের তরফে প্রস্তাবিত জমির বন্দোবস্ত সহ প্রয়োজনীয় সহায়তায় আশ্বাস দেওয়া হয়। এ দিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান সাংসদ শ্রীদেব।সংসদের সর্বশেষ শীতকালীন অধিবেশনে কৈলাসহর বিমানবন্দর চালুর দাবি উত্থাপন করেছিলেন সাংসদ শ্রী দেব।পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে বলা হয়েছিল নিজেদের উদ্যোগে বিমানবন্দরের নির্মাণ কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য।কিন্তু রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে এই কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। জানা গেছে,এ দিনের আলোচনার সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীকে বিমানবন্দরটি সম্পূর্ণ কেন্দ্ৰীয় সরকারের অর্থানুকূল্যে নির্মাণের দাবি জানান।একই সাথে বিমানবন্দরটি যাতে দ্রুত চালু করা যায়,এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।এটা বলার অপেক্ষা রাখে না যে,এই বিমানবন্দরটি চালু করা হলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল বিশেষভাবে উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থার নয়া দিক উন্মোচিত হবে।তৈরি হবে কর্মসংস্থানও।কেন্দ্রীয়মন্ত্ৰী শ্ৰী সিন্ধিয়া এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন সাংসদ শ্রীদেবকে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…