কৈলাসহর বিমানবন্দরে উড়ান চালুর চেষ্টা
কৈলাসহর বিমানবন্দরে বিমান পুনরায় পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে । কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে আঠারো আসনের ডনিয়ার বিমান চালু করার জন্য প্রস্তুতি নিতে গত তেইশ জুন রাজ্য সরকারের কাছে চিঠি আসে । কেন্দ্রীয় অসামারিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিক রাজ্য সরকারের কাছে চিঠি পাঠান । সূচি অনুযায়ী বিমানটি কলকাতা থেকে রওয়ানা হয়ে আগরতলায় আসবে । আগরতলা থেকে কৈলাসহর রওয়ানা হবে । কৈলাসহর থেকে গুয়াহাটি যাবে । পুনরায় এই পথে বিমানটি ফিরে আসবে ও কলকাতায় যাবে । তবে বিমান পরিষেবা কবে থেকে চালু হবে তা চূড়ান্ত হয়নি।
রাজ্য সরকার এখন বিমান পরিষেবা চালুর বিষয়টি খতিয়ে দেখছে । সব সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার । কৈলাসহর বিমানবন্দরে দীর্ঘ বছর ধরে বিমান পরিষেবা চালু না থাকায় বিমানবন্দরটিকে সংস্কার করতে হবে । তবে রাজ্য পরিবহণ দপ্তরের প্রধান সচিব এলএইচ ডার্লং শুক্রবার রাতে জানান , কৈলাসহর বিমানবন্দরের টার্মিনাল ভবন নতুন করে নির্মাণ করা হয়েছে । শুধু রানওয়ে এখন সংস্কার করলেই চলবে । এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া রানওয়ে সংস্কার করে দেবে বলেছে বলে পরিবহণ দপ্তরের প্রধান সচিব জানান । তিনি বলেন , গত তেইশ জুন দিল্লীর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে চিঠি পাওয়ার পর এখন সবকিছু খতিয়ে দেখা হবে বিমান পরিষেবা চালুর জন্য । এখনও বিমান পরিষেবা চালুর জন্য চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে শ্রীডার্লং জানান ।