কোচ স্টিমাচকে শেষ সুযোগ
এশিয়ান কাপের শেষ আটে ভারতকে পৌঁছে দিতে না পারলে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে ঈগর স্টিমাচকে । সোমবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের শেষে এ কথা পরিষ্কার জানিয়ে দিলেন সচিব সাজি প্রভাকরণ । ফেডারেশনের কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠক দীর্ঘদিন পর কলকাতায় অনুষ্ঠিত হলো । নির্বাচনের পরে বর্তমান কমিটির দ্বিতীয় বৈঠক । ব্যক্তিগত কারণে প্রথম বৈঠকে উপস্থিত না থাকলেও কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া । নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । পরাজিত হলেও তিনি ভারতীয় ফুটবলের বড় নাম । সচিব সাজি প্রভাকরণের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন । ফলে এই বৈঠকে তার যোগ দেওয়া নিয়ে চাপা আশঙ্কা তো ছিলই । ভারতীয় ফুটবলকে উন্নতির পরবর্তী সোপানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আলোচনা হয় । সেখানে ইণ্ডিয়ান অ্যারোজকে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তে যেমন সিলমোহর দেওয়া হয়েছে তেমনই নতুন প্রতিভার অন্বেষণে ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারটিও আলোচিত হয়েছে । তবে মূল আকর্ষণ ছিল জাতীয় কোচের চেয়ারে ঈগর স্টিমাচের নবীকরণ । বর্তমানে ভারতীয় দল নিয়ে আসন্ন বিদেশ সফরের প্রস্তুতিতে ব্যস্ত তিনি । তবে ফেডারেশনের টেকনিকেল কমিটি কোচের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার শেষে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে এশিয়ান কাপের শেষ আটে না পৌঁছাতে পারলে তাকে রেখে দেওয়ার বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন সচিব সাজি প্রভাকরণ । বলরাম নন অরুণ ঘোষ এবং আইএম বিজয়নের নাম পদ্মশ্রী সম্মানের জন্য মনোনয়ন দিচ্ছে ফেডারেশন । মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । জেজের নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠাচ্ছে ফেডারেশন । এছাড়াও অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিশ্বকাপের সময় ভারত সফরে আসা ফিফা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের উদ্যোগের কথাও ফেডারেশন সচিব বলেছেন । অন্যদিকে , চুক্তির মেয়াদ বাড়ায় স্বভাবতই খুশি ঈগর স্টিমাচ । দল নিয়ে পরবর্তী পরিকল্পনাও নিয়ে ফেলেছেন । চুক্তি প্রসঙ্গে মশকরা করে স্টিমাচ বলেন , চুক্তির মেয়াদ বাড়ায় স্বাভাবিকভাবেই ভালো লাগছে । তবে যতক্ষণ না সই করছি কোনও কিছুই নিশ্চিতভাবে বলা যায় না । রবিবার ডুরান্ড ফাইনালে উপস্থিত ছিলেন । গ্যালারিতে বসে ছাত্রের স্বপ্ন পূরণ হতে দেখেছেন । দীর্ঘ একুশ বছরের কেরিয়ারের পরও সুনীলের গোলের খিদে , সেরাটা দেওয়ার প্রত্যয় দেখে অভিভূত জাতীয় দলের কোচ । স্টিমাচ বলেন , এ ধরনের খিদে এবং মোটিভেশন নিয়ে সুনীলকে খেলতে দেখে ভালো লাগছে । ওর চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট । সুনীল তরুণ ফুটবলারদের জন্য সেরা মডেল । ওর মতো একজন প্লেয়ারকে দলে পাওয়া ভাগ্যের । ওর এই খিদে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদের দলের সঙ্গে রাখতে আমরা যা সম্ভব করবো ।