Categories: খেলা

কোচ স্টিমাচকে শেষ সুযোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়ান কাপের শেষ আটে ভারতকে পৌঁছে দিতে না পারলে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে ঈগর স্টিমাচকে । সোমবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের শেষে এ কথা পরিষ্কার জানিয়ে দিলেন সচিব সাজি প্রভাকরণ । ফেডারেশনের কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠক দীর্ঘদিন পর কলকাতায় অনুষ্ঠিত হলো । নির্বাচনের পরে বর্তমান কমিটির দ্বিতীয় বৈঠক । ব্যক্তিগত কারণে প্রথম বৈঠকে উপস্থিত না থাকলেও কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া । নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । পরাজিত হলেও তিনি ভারতীয় ফুটবলের বড় নাম । সচিব সাজি প্রভাকরণের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন । ফলে এই বৈঠকে তার যোগ দেওয়া নিয়ে চাপা আশঙ্কা তো ছিলই । ভারতীয় ফুটবলকে উন্নতির পরবর্তী সোপানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আলোচনা হয় । সেখানে ইণ্ডিয়ান অ্যারোজকে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তে যেমন সিলমোহর দেওয়া হয়েছে তেমনই নতুন প্রতিভার অন্বেষণে ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারটিও আলোচিত হয়েছে । তবে মূল আকর্ষণ ছিল জাতীয় কোচের চেয়ারে ঈগর স্টিমাচের নবীকরণ । বর্তমানে ভারতীয় দল নিয়ে আসন্ন বিদেশ সফরের প্রস্তুতিতে ব্যস্ত তিনি । তবে ফেডারেশনের টেকনিকেল কমিটি কোচের চুক্তি নবীকরণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার শেষে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে এশিয়ান কাপের শেষ আটে না পৌঁছাতে পারলে তাকে রেখে দেওয়ার বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন সচিব সাজি প্রভাকরণ । বলরাম নন অরুণ ঘোষ এবং আইএম বিজয়নের নাম পদ্মশ্রী সম্মানের জন্য মনোনয়ন দিচ্ছে ফেডারেশন । মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে । জেজের নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠাচ্ছে ফেডারেশন । এছাড়াও অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিশ্বকাপের সময় ভারত সফরে আসা ফিফা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের উদ্যোগের কথাও ফেডারেশন সচিব বলেছেন । অন্যদিকে , চুক্তির মেয়াদ বাড়ায় স্বভাবতই খুশি ঈগর স্টিমাচ । দল নিয়ে পরবর্তী পরিকল্পনাও নিয়ে ফেলেছেন । চুক্তি প্রসঙ্গে মশকরা করে স্টিমাচ বলেন , চুক্তির মেয়াদ বাড়ায় স্বাভাবিকভাবেই ভালো লাগছে । তবে যতক্ষণ না সই করছি কোনও কিছুই নিশ্চিতভাবে বলা যায় না । রবিবার ডুরান্ড ফাইনালে উপস্থিত ছিলেন । গ্যালারিতে বসে ছাত্রের স্বপ্ন পূরণ হতে দেখেছেন । দীর্ঘ একুশ বছরের কেরিয়ারের পরও সুনীলের গোলের খিদে , সেরাটা দেওয়ার প্রত্যয় দেখে অভিভূত জাতীয় দলের কোচ । স্টিমাচ বলেন , এ ধরনের খিদে এবং মোটিভেশন নিয়ে সুনীলকে খেলতে দেখে ভালো লাগছে । ওর চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট । সুনীল তরুণ ফুটবলারদের জন্য সেরা মডেল । ওর মতো একজন প্লেয়ারকে দলে পাওয়া ভাগ্যের । ওর এই খিদে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদের দলের সঙ্গে রাখতে আমরা যা সম্ভব করবো ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago