রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে দেশে: মুখ্যমন্ত্রী!!
কোটি টাকার গাঁজা উদ্ধার

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গোপন খবরের ভিত্তিতে শনিবার আমবাসা নাকা পয়েন্টে আটক করা হলো কোটি টাকার শুকনো গাঁজা। ৭৫ টি সুদৃশ্য প্যাকেটে গাঁজাগুলি পাচার হচ্ছিল এন এল ০১ এ এ ৯১১১ নম্বরের একটি বহিঃরাজ্যের কন্টেনার গাড়িতে। আটক করা হয় বহিঃরাজের গাড়িচালক এবং সহচালককে। চলছে জোর জিজ্ঞাসাবাদ। এদিন আগরতলা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাওয়া কন্টেইনার গাড়ির গোপন কুঠুরি থেকে নাকা পয়েন্টে পুলিশ তল্লাশি চালিয়ে এই গাঁজার প্যাকেট গুলি উদ্ধার করে। গাড়ির ছাদে তৈরি ছিল গোপন কুঠুরি। গাঁজা আটকের খবর জানতে পেরে বেতবাগান নাকা পয়েন্টে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার,ওসি আমবাসা থানা বিশ্বজিৎ দেববর্মা। জানা গেছে ৭৫ টি প্যাকেটে মোট ৮০০ কেজি গাঁজা ছিল। যার বাজার মূল্য কোটি টাকা হবে বলে জানায় ওসি বিশ্বজিৎ দেববর্মা।