ঘরের ভিতরে টিমটিম করছে ডুমো বাল্ব। মাথার উপরে ক্লান্ত গতিতে পাক খাচ্ছে পাখা। পলেস্তারা খসা দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন বছর পঞ্চাশের জয়ন্তী দত্ত । চোখে মুখে রাতজাগার ছাপ । অথচ তার হাত অভ্যস্ত ভঙ্গিতে তৈরি করে চলেছে ডাকের সাজের অন্যতম উপকরণ ‘ খোঁজ । ‘ ম্লান হাসছেন জয়ন্তী , ‘ চোখ দু’টো মাঝেমধ্যেই লেগে আসছে । টানা রাত জাগতে হচ্ছে । অথচ উপায় কী , বলুন ? যেমন করেই হোক , পুজোর কাজটা তো তুলে দিতে হবে । ‘ মেয়ে বাপেরবাড়ি আসছে বলে কথা । মেয়ের গা ভর্তি ঝলমলে গয়না । মাথার মুকুট থেকে গলায় সাত – লহরি হার । পরনে চোখ ধাধানো শাড়ি । জরি , চুমকির সাজে মেয়েকে সাজিয়ে তুলতে এখন বেজায় ব্যস্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার পালপাড়া । বিশ্রাম ভুলেছে দেগঙ্গা থানার পালপাড়া । এই পালপাড়া আদতে গয়নার আঁতুড়ঘর । আঁতুড়ঘর । ঘরে ঘরে তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের গয়না । ডাকের সাজ , জরি , চুমকি নিয়ে দিন রাত ব্যস্ত আট থেকে আশি । কৃষি প্রধান এলাকা দেগঙ্গা । সেখানকার পালপাড়ায় পঁচিশ বছর আগে শুরু হয় প্রতিমার গয়না তৈরি । আজ এই শিল্পের সঙ্গে জড়িয়ে আড়াইশোরও বেশি মানুষের রুজি রোজগার । দুর্গার মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠা এই শিল্পীদের হাত ধরেই । এই দেগঙ্গা থেকেই মূলত আসে যে কোন প্রতিমার অস্ত্র এর সজ্জা । আর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের গণ্ডি ছাড়িয়ে প্রতিমার সাজ তৈরির কাজ ছড়িয়ে পড়েছে ভূতপাড়া , গোয়ালদহ ,গোবরাপোতা , চিত্রশালী , দোগাছি , শক্তিনগর এলাকায় । হাতে গুনে আর কয়েক সপ্তাহ বাকি দুর্গাপুজোর । এ বছর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস ব্যাপী পুজোর অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন । ফলে পুজো উদ্যোক্তা কিংবা বারোয়ারিরা সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ক্লাবের প্রতিমা নিয়ে যাবার ব্যস্ততা দেখাবেন । নিঃসন্দেহে স্বাভাবিকভাবেই একদিকে যেমন কুমোরপাড়ার উপর চাপ , তেমনি কুমোরপাড়ার অনুসারী শিল্প হিসেবে পরিচিত ঠাকুরের সাজ কিংবা অস্ত্র তৈরি কারখানাতে চলছে রাত জাগা পরিশ্রম । ডাকের সাজের সূক্ষ্ম সব কাজে ভরসা মহিলারাই । মুগ্ধ করা ঝলমলে ডাকের সাজের আড়ালে ওদের পরিশ্রমের কথা জানতে পারে না কেউ । কৃষ্ণনগরের ডাকের সাজ পৃথিবী বিখ্যাত । সে সাজ আলোয় ঝলমল করে । চোখ ধাঁধিয়ে যায় । অনেকেই মনে করেন , ডাকের সাজ মানুষকে আকর্ষণ করে , ডাকে । সেই কারণে একে ডাকের সাজ বলা হয় । আবার কেউ কেউ মনে করেন , এক সময় ডাকে এই সাজ তৈরির উপকরণ নিয়ে আসা হতো বলেই এর নাম ডাকের সাজ । কৃষ্ণনগরের বিখ্যাত ডাকের সাজের শিল্পী আশিসকুমার বাগচী বললেন , ‘ দুর্গাপুজোর ইতিহাস যদি সাড়ে তিনশো বছরের হয় তাহলে সেই সময় সাজের উপকরণ এখানে পাওয়া যেত না
ডাক যোগে নিয়ে আসা হতো জার্মানি থেকে । জাহাজে করে । সেই কারণে এই সাজের নাম ডাকের সাজ । ‘ কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি ডাকের সাজের চাহিদা বেড়েছে বহু গুণ । সেই কারণে এখন প্রায় সারা বছরই ডাকের সাজ তৈরিতে ব্যস্ত থাকেন শিল্পীরা । আশিসবাবু বলছেন , ‘ মহিলাদের দিয়ে আমরা সাজের উপকরণ তৈরি করাই । কারণ , ওদের কাজ অনেক সূক্ষ্ম হয় । দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কাজের চাপ থাকে মারাত্মক । সেই কারণে মহিলারাও এখন যোগ দিয়েছেন সেই কাজে । শিল্পীদের কাছ থেকে কাঁচা মাল নিয়ে যান বাড়িতে । সংসার সামলেও সময় বের করে সেই কাজ করেন । কাজের হিসাব মিলিয়ে মেলে মজুরি । জয়ন্তী দত্ত , সঞ্চিতা দাসেরা হলুদ মাখা আঁচলে আঠা মুছতে মুছতে বলছেন , ‘ পুজোর আগে এই কাজটা করি বলেই না সংসারের চাকা গতি পায় । ‘
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…