Categories: দেশ

কোটি টাকায় লক্ষ্মনের মূর্তি লখনউতে!

এই খবর শেয়ার করুন (Share this news)

লক্ষ্মণের মূর্তি তৈরিতে ছাড়পত্র দিল লখনউ পুর নিগম । ১১১ ফুটের এই মূর্তি তৈরিতে বরাদ্দ করা হয়েছে ৪৭.১১ কোটি টাকা । সম্প্রতি এই মূর্তি তৈরিতে ছাড়পত্র দেওয়া হয় নিগমের তরফে । সেইসঙ্গে মূর্তি তৈরিতে সেচ দপ্তরের গড়িমসির বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয় নিগমের পক্ষ থেকে । লক্ষ্মণকে ভগবান রামের কনিষ্ঠ ভ্রাতা বলেই মনে করেন হিন্দু ধর্মাম্বলম্বীরা । এবার সেই লক্ষ্মণের মূর্তি তৈরি করা হবে লখনউতে । যে অর্থের বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ১৫.২০ কোটি টাকা খরচে মূর্তি তৈরি করা হবে এবং ২৯.২১ কোটি টাকা মূর্তির আশেপাশের এলাকার উন্নয়নে খরচ করা হবে । নিগমের এক আধিকারিক জানিয়েছেন , এই মূর্তি ছাড়াও দর্শকরা এখানে একটি জাদুঘরও দেখতে পারবেন । এই টাকা খরচ করার পরে যে টাকা পড়ে থাকবে তা দিয়ে মূর্তির আশেপাশে বাগান এবং অন্যান্য । সৌন্দর্যায়নের কাজ করা হবে । গোমতী নদীর পাড়েই এই মূর্তি তৈরি করা হবে বলেই জানিয়েছেন পুর নিগমের আরেক আধিকারিক । গত ৬ জুন এই মূর্তি তৈরির বিষয়টি উল্লেখ করে সেচ দপ্তরের কাছ থেকে ছাড়পত্র চেয়েছিল লখনউ পুর নিগম । কিন্তু এই ছাড়পত্র দিতেই দেরি করছিল সেচ দপ্তর । তাদের যুক্তি ছিল , যে জায়গায় এই মূর্তি তৈরির প্রস্তাব দিয়েছেন পুর নিগম।সেটি বন্যাপ্রবণ এলাকা। নিগমের কয়েকজন আধিকারিক দাবি করেছেন , এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে বাধা দিতেই এতে ছাড়পত্র দিতে দেরি করেছিলেন সেচ দপ্তরের কিছু আধিকারিক । সেচ দপ্তরের কিছু আধিকারিকের এমন কাজকর্মে বিরক্তি প্রকাশ করেছে লখনউ পুর নিগমের এগজিকিউটিভ কমিটি । পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন , সেচ দপ্তরের ছাড়পত্রের গড়িমসির বিষয়টি লখনউয়ের মেয়র সংযুক্তা ভাটিয়াকে জানায় নিগমের এগজিকিউটিভ কমিটি এবং এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলার জন্যে আবেদন জানানো হয় । পুর নিগমের মুখ্য বাস্তকার মহেশ ভার্মা বলেন , ‘ গত ৬ জুন এই বিষয়ে ছাড়পত্রের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয় সেচ দপ্তরকে । কিন্তু মাসের পর মাস কেটে গেলেও তাদের তরফে থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি । গুরু গোবিন্দ সিং ওয়ার্ডের কর্পোরেটর এবং লখনউ পুর নিগেমর এগজিকিউটিভ কমিটির অন্যতম সদস্য শ্রাবণ নায়েক বলেন , ‘ সামতামূলক ক্রসিং এবং গোমতী নদীর ধারে উন্নয়নমুখী কর্মসূচীতে এই সেচ দপ্তরই কোনও আপত্তি জানায়নি । কিন্তু এখন ভগবান লক্ষ্মণের মূর্তি তৈরিতে আপত্তি জানানো হচ্ছে । ‘ সেচ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যপ্রিয় বলেন , ‘ গোটা বিষয়টি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে । আমি শুধু এটুকু বলতে পারি , ভগবান লক্ষ্মণের মূর্তি তৈরির বিষয়ে এখনও লখনউ পুর নিগমকে ছাড়পত্র দেওয়া হয়নি । ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারীতে যে আদেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী , এই নদীর পাড়ে যে বাঁধ তৈরি করা হয় সেই দুই নদীবাঁধের মধ্যে দূরত্ব অনেকটাই কম । এটি বন্যাপ্রবণ এলাকা বলেই চিহ্নিত । আর সেই কারণে এখানে কোনও ধরনের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা রয়েছে । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

21 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

21 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago