কোভিড সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । নয়াদিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছে । কংগ্রেস সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন , সোনিয়া গান্ধী স্থিতিশীল রয়েছেন এবং কয়েকদিন হাসপাতালে থাকতে হবে ।সুরজেওয়ালা এদিন টুইটারে জানান , কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে । কোভিড সংক্রান্ত উপসর্গের কারণে । তবে তিনি জানান , সোনিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে । তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে ।
তিনি বলেছেন , যারা কংগ্রেস সভানেত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সোনিয়ার সুস্থতা কামনা করেছেন তাদের প্রতি কংগ্রেস পরিবারের তরফে কৃতজ্ঞতা জানানো হয়েছে । উল্লেখ্য , গত ২ জুন সোনিয়ার কোভিড ধরা পড়ে । সোনিয়া গান্ধী এদিন রুটিন চেকআপে যান গঙ্গারাম হাসপাতালে এবং তার কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা হয় । এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সোনিয়াকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয় । উল্লেখ্য , সম্প্রতি ইডির তরফে সোনিয়াকে হাজিরা দেবার জন্য সমন পাঠানো হয় । এর জন্য নির্ধারিত দিন ছিল গত ৮ জুন । কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া সময় চান । পরে ইডি নতুন করে আগামী ২৩ জুন হাজিরার জন্য সময় নির্ধারিত করে দেয় সোনিয়ার জন্য । ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি ইতোমধ্যেই এফআইআরও করে ।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…