কোর্টের নির্দেশে শিল্প নিগমে চেয়ারম্যান , এমডির রুম সিল

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের শিল্প উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা বোধজংনগর শিল্পনগরী পরিদর্শনে গিয়েছিলেন । আর একই দিনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের ( টিআইডিসি ) চেয়ারম্যান টিঙ্কু রায় , নিগমের এমডি , অ্যাকাউন্টস অফিসার এবং চেয়ারম্যান ও এমডির পিএ – এই চারজনের চেম্বার তালা দিয়ে সিল করে দিয়েছে আদালত । ঘটনা ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড ! জমি অধিগ্রহণ মামলায় আদালতের পক্ষ থেকে ক্ষতিপূরণের নির্দেশ থাকা সত্ত্বেও , সঠিক সময়ে জমির মালিককে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়নি । যার খেসারত দিতে হলো টিআইডিসিকে । আদালত স্থাবর – অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে । সেই নির্দেশ মোতাবেক শনিবার চারজনের চেম্বার তালা দিয়ে সিল করে দিয়েছে । জানা গেছে , ২০১৬ সালে জনৈক গৌতম কুমার দাস এবং অন্যদের দায়ের করা মামলায় সংশ্লিষ্ট আদালত গত ৯ সেপ্টেম্বর ২০১৯ ইং ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করে ।

কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদান না করায় জমির মালিক পুনরায় আদালতে আদেশ কার্যকর করার জন্য পৃথক একটি মামলা দায়ের করেন ২০২০ সালে । কিন্তু বিস্ময়ের ঘটনা হলো , ২০১৯ সালে এলএ কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে টিআইডিসি ২০২১ সালে হাইকোর্টে আপিল মামলা দায়ের করে । আরও বিস্ময়ের ঘটনা হলো , ওই আপিল মামলার সাথে পৃথক ভাবে হাইকোর্টে স্থগিতাদেশের জন্য কোনও আবেদন করেনি টিআইডিসি । এরমধ্যে টিআইডিসি গত ৩১ মার্চ ২০২২ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ১ কোটি ২৮ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকার চেক জমা দেয় । সেই সাথে ২০২১ সালে আপিল মামলা করার প্রায় এক বছর পর পৃথকভাবে স্থগিতাদেশের আবেদন জানায় । সেই আবেদন এখনও শুনানি হয়নি । কিন্তু এর আগেই গত ১৮ জুলাই এল এ কোর্ট এক্সিকিউশন মামলায় জমির মালিককে ৪ কোটি ৭৯ লক্ষ ৬৭ হাজার ৭১৫ টাকা প্রদানের জন্য নির্দেশ প্রদান করে । সেই নির্দেশও কার্যকর করা হয়নি । যার জেরে শনিবার ২০ আগষ্ট আদালতের নির্দেশে টিআইডিসির চেয়ারম্যান সহ চারজনের চেম্বার তালা দিয়ে সিল করে দেওয়া হয় ।

উল্লেখ্য , এই জমি অধিগ্রহণ মামলা নিয়েও ত্রিপুরা শিল্প নিগমে বড় ধরনের দুর্নীতি চক্র গজিয়ে উঠেছে বলে বিভিন্ন মহল থেকেই অভিযোগ পাওয়া গেছে । রাজ্যে শিল্প উন্নয়নের নামে শিল্প নিগমে গত সাড়ে চার বছর ধরে যে দুর্নীতি চালিয়ে যাওয়া হচ্ছে , তার তথ্যমূলক সংবাদ দৈনিক সংবাদে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে । যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা ভিজিলেন্স তদন্তের নির্দেশ দিয়েছেন । কিন্তু সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । রাজ্যে সরকার পরিবর্তনের পর এমন এক অযোগ্য ব্যক্তিকে নিগমের মাথায় বসানো হয়েছে , যে নাকি শুধু কমিশন বাণিজ্যটাই ভালো বোঝে বলে অভিযোগ । এমডি থেকে শুরু করে কারোরই কিছু করার ক্ষমতা নেই । আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য লোকের হাতে পড়ে লাভজনক সংস্থা টিআইডিসি আজ পথের ভিখারি তকমা পেতে চলেছে । শুধু এই সাড়ে চার কোটিই নয় , যতটুকু খবর , টিআইডিসির ঘাড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার জমি অধিগ্রহণ মামলার দায় রয়েছে । এর পেছনেও বড় ঘোটালা রয়েছে বলে খবর । জমির প্রকৃত মূল্য ২৫ লক্ষ হলেও , সেটাকে এক থেকে দুই কোটি , এমনকি আরও বেশি পাইয়ে দেওয়ার বা আদায় করা হচ্ছে । এই কৌশলের পেছনে অনেকের স্বার্থ জড়িত রয়েছে । জানা গেছে , যে জমি অধিগ্রহণের মামলার পরিপ্রেক্ষিতে শনিবার শিল্প নিগমের চেয়ারম্যান থেকে শুরু করে চারজনের চেম্বারে তালা পড়লো , সেই জমির প্রকৃত মূল্য কুড়ি থেকে পঁচিশ লক্ষের বেশি হবে না । ফলে জমির মালিকের হাতে কত টাকা পৌঁছবে সেটাই দেখার ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

17 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

17 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago