কোর্টের নির্দেশ সত্ত্বেও জমি মাফিয়াদের হুমকি, চাঞ্চল্য।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ২০১৮ রাজ্যে বামফ্রন্ট সরকার পতনের পর নতুন বিজেপি-আইপিএফটি সরকার নেশামুক্ত ত্রিপুরা, জমি মাফিয়া, নিগো মাফিয়া এবং তোলাবাজদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল। সেই ঘোষণা গত সাড়ে পাঁচ বছরে কতটা কার্যকরী হয়েছে? তা অবশ্যই বিতর্কের বিষয়। মাফিয়া ও অপরাধ দমনে ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ) সহ আরও কতকিছু গঠনের ঘোষণা দেওয়া হয়েছিলো। কার্যক্ষেত্রে দেখা গেলো সবই শূন্য। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষ প্রয়োজনে জমি-জায়গা ক্রয়-বিক্রয় করতেই পঞ্চাশবার ভাবছে। আদালত থেকে পুলিশ দিয়ে জমির দখল দেওয়া সত্ত্বেও, জমির মালিক নিজের জায়গা জমিতে যেতে পারছে না। মাফিয়ারা প্রকাশ্যেই জমির মালিককে খুনের হুমকি দিচ্ছে। নানাভাবে চাপ দিচ্ছে জমি মাফিয়াদের নামে দলিল লিখে দিতে। অসহায় জমির মালিক কী করবেন বুঝতে পারছেন না।শুধু তাই নয়, জমি মাফিয়াদের হুমকির কারণে জমির মালিক পরিবার নিয়ে অন্য এলাকায় বসবাস করছেন।সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে।তাও অসহায় জমির মালিক একপ্রকার নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের স্মরণাপন্ন হওয়াতে বিষয়টি সামনে এসেছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?উল্লেখ,পশ্চিম আগরতলা থানার অন্তর্গত চান্দিনামুড়ার বাসিন্দা প্রয়াত বিষ্ণুপদ দেব-এর স্ত্রী রেখারাণী দেব একই এলাকার বাসিন্দা প্রয়াত বাদল চন্দ্র দেব-এর পুত্র স্বাগত দেব ও কন্যা শিল্পী দেব (চৌধুরী)-এর কাছ থেকে সাড়ে বাইশ গণ্ডা জায়গা ক্রয় করেন ২০১৬ সালে। প্রথমে জমি ক্রয়ের বায়নাপত্র করেন। পরবর্তী সময় সাব কবলা দলিল রেজিস্ট্রি করেন। কিন্তু ২০১৮ রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেয়। বাম আমলের জমি মাফিয়ারা রাতারাতি জামা বদল করে নয়া উদ্দমে নেমে পড়ে।অভিযোগ,রেখা রাণী দেব যে স্বাগত দেবের কাছ থেকে জমি ক্রয় করেছেন, সেই স্বাগত দেব এবং তার সাথে আরও বেশ কয়েকজন মাফিয়াযুক্ত হয়ে রেখা দেবীর কাছ থেকে জমি হাতাতে উঠে পড়ে লাগে।২০১৮ সালে জমি মাফিয়ারা জোর করে রেখা দেবীকে বাড়ি থেকে তুলে রেজিস্ট্রি অফিসে রওয়ানা হয়, জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য।তার আগে এক মাফিয়ার বাড়িতে রেখা দেবী এবং উনার পুত্র বান্টি দেবকে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।জমি তাদের নামে লিখে না দিলে তাদের বিপদ হবে বলে শাসায়। কিন্তু ওই যাত্রায় তাদের পরিচিত এক আইনজীবীর দৌলতে রেখা দেবী এবং তার পুত্র মাফিয়াদের খপ্পর থেকে রক্ষা পায়। এই নিয়ে পুলিশে মামলা হয়েছে। সেই মামলা এখনও আদালতে চলছে। এই ঘটনার পর রেখা দেবীর এলাকা ছাড়তে হয়। স্বাগত দেব ও অন্যান্য মাফিয়ারা রেখা দেবীর ওই জায়গা দখল করে রাখে। বাধ্য হয়ে রেখা দেবী আদালতের দ্বারস্থ হন। গত তিন জুলাই ২০২৩ ইং আদালতের পক্ষ থেকে পুলিশ ও সার্ভেয়ার নিযুক্ত করে রেখা দেবীর জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আদালতের লোকেরা ফিরে আসার সাথে সাথেই সেই জমি পুনরায় মাফিয়ারা কব্জা করে নিয়েছে। এখন মাফিয়ারা হুমকি দিচ্ছে, এলাকায় এলেই বিপদ হবে। এই জায়গাটি রামনগর তহশিলের অন্তর্গত মৌজা রামনগর এবং খতিয়ান নং ২১৫০। অসহায় রেখা দেবী ও তার পরিবার এই ব্যাপারে রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। রেখা দেবীর পক্ষে আদালতে মামলা লড়ছেন আইনজীবী সুকান্ত দেবনাথ, আইনজীবী জয়শ্রী ভূষণ এবং আইনজীবী শুভজিৎ চক্রবর্তী।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

8 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago