কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ স্বচ্ছতা প্রশ্নের মুখে, ক্ষুব্ধ বেকাররা!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে সরকারী চাকরির নিয়োগের নামে বেকারের সাথে ছেলেখেলা চলছে।ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পরই এ বিষয়টি আবার ও প্রমাণিত হলো।যদিও ঘটা করে প্রায় তিন মাস আগে কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৫৬ টি পদে নিয়োগের নামে রাজ্যব্যাপী প্রচারও চলে। এরপর লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরই রাজ্যব্যাপী বেকার বিক্ষোভও হয়।কারণ এই প্রথম রাজ্য সরকার পরিচালিত রাজ্যের কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ পরীক্ষার কেন্দ্র আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশে পড়েছিল। রাজ্যের বেকার যুবক যুবতী বাধ্য হয়ে নিজেদের অর্থ ব্যয় করে বহিঃরাজ্যে ঘিরে পরীক্ষাও দিলেন।এর মধ্যে রাজ্যের পরীক্ষার্থীদের একটি বাসও দুর্ঘটনাগ্রস্ত হয়। এমনকী এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছিল।তবে এরপরও কো-অপারেটিভ ব্যাঙ্কের বিভিন্ন পদে ১৫৬ জনকে নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা নিয়েছিল, আইবিপিএস (ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পারসনাল সিলেকশন)।এই সর্ব ভারতীয় সংস্থা পরীক্ষা নিয়েছিল।এ পর্যন্ত বিক্ষোভ হলেও সবই ঠিক ছিল।এখন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলো।কারণ পরীক্ষা নিল সর্বভারতীয় সংস্থা আইবিপিএস, আর ফলাফল প্রকাশ করলো ত্রিপুরা স্টেট
কো-অপারেটিভ ব্যাঙ্ক।তাই ফলাফল প্রকাশের পরই অনিয়মের অভিযোগ উঠেছে।ভূ-ভারতে আর কোনও ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে এ ধরনের ঘটনা হয়নি।বর্তমান নিময় অনুযায়ী ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নিবে আইবিপিএস এরপর ফলাফল ও প্রকাশ করবে আইবিপিএস।যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের জন্যে পরীক্ষা নিচ্ছে আইবিপিএস।এমনকী ফলাফল ও প্রকাশ করছে ম আইবিপিএস।রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা টি নিচ্ছে টিপিএসসি।ফলাফল ও প্রকাশ করছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তবে কোন ক্ষমতাবলে, পরীক্ষা নিল আইবিপিএস, আর ফলাফল প্রকাশ করলো কো- অপারেটিভ ব্যাঙ্ক। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আইবিপিএস কর্তৃপক্ষকে ফলাফল প্রকাশ করতে দিলেন না কো-অপারেটিভ ব্যাঙ্কের দুই শীর্ষ আধিকারিক।বেকার যুবক- যুবতীদের অভিযোগ প্রকাশিত ফলাফল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ।এই ফলাফল বাতিল করে, আবার নতুন করে আইবিপিএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হবে। এই দাবিতে এবং প্রকাশিত ফলাফলে দুর্নীতির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করতে হচ্ছে রাজ্যের বেকাররা ও তাদের অভিভাকরা বলে খবর।ফলে এই নিয়োগ প্রক্রিয়াও ঝুলে থাকায় সম্ভাবনা প্রবল। উল্লেখ্য-অ্যাসিসটেন্ট ম্যানেজার ৫০ টি, ক্যাশকাম জেনারেল ক্লার্ক ৭৮ টি, মাল্টি টাস্কিং স্টাফ – ২৮ টি মিলিয়ে ১৫৬ টি পদে জন্যে নিয়োগ পরীক্ষা হয়েছিল।