দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মুম্বাই বৈঠকে ইন্ডিয়া জোট ১৩ জনের কো- অর্ডিনেশন কমিটি গঠন করলো। কারা এলেন ১৩ জনের কমিটিতে? বিরোধী মহাজোট ইন্ডিয়া কাকে আহ্বায়ক করে , সেদিকে পাখির চোখ ছিল রাজনৈতিক মহলের। কিন্তু শুক্রবার মুম্বইয়ে বিরোধী মহাজোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে আহ্বায়কের পরিবর্তে সমন্বয় কমিটির উপরই আস্থা রাখা হলো। এদিন ১৩ জনের কো-অর্ডিনেশন কমিটি গড়া হয়েছে। এই সমন্বয় কমিটি বা কো অর্ডিনেশন কমিটিকে সামনে রেখেই বিরোধী মহাজোট ইন্ডিয়া এগোবে বলে মুম্বইয়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। এই সমন্বয় কমিটিতে রয়েছেন কংগ্রেসের কেসি বেনুগোপাল, এনপিপির শারদ পাওয়ার, আরজেডি’র তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপের রাঘব চাড্ডা, ডিএমকে’র এম কে স্ট্যালিন প্রমুখ। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কমিটিতে সিপিআই এর নেতা থাকলেও সিপিএমের কোনও নেতাকে সমন্বয় কমিটিতে রাখা হয়নি।
সমন্বয় কমিটিতে নেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা। এই কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে অধিকাংশ দলেরই তরুণ মুখকে। প্রবীণ-নবীনের মেলবন্ধনেই ১৩ সদস্যের সমন্বয় কমিটি গড়া হয়েছে।
সমন্বয় কমিটিতে এছাড়াও রয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির জাভেদ খান, জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি লালন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তবে এদিন বৈঠকে কোনও লোগো প্রকাশ করা হয়নি। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী মহাজোটের মঞ্চের নাম স্থির হয়। এবার লোগো প্রকাশ করা হবে বলে মনে করা হয়েছিল। তবে শীঘ্রই লোগো প্রকাশ করা হবে। এবার ইন্ডিয়া মঞ্চে থেকে ২৬টিরও বেশি দল এক হয়ে এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আর কাল বিলম্ব করা যাবে না। কারণ কেন্দ্রীয় সরকার নির্বাচন এগিয়ে আনতে পারে। নির্ধারিত সময়ে নির্বাচন হলে বাকি আর সাকুলে সাত-আট মাস। কিন্তু যদি নির্বাচন এগিয়ে আসে, তাহলে হাতে আর সে অর্থে সময় থাকবে না। তাই অচিরেই কাজ শুরু করে দিতে হবে।
সেইমতোই সমন্বয় কমিটিকে বার্তা দেওয়া হয়েছে সাধারণ অ্যাজেন্ডা তৈরি করতে। যতটা সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী নীতি নেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু সর্বত্রই যে তা সম্ভব নয়, তা মেনে নিয়েই এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা হচ্ছে ইন্ডিয়া। তবে যাতে বেশিরভাগ জায়গাতেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়, সেই চেষ্টা করবে সমন্বয় কমিটি।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…