কো-অর্ডিনেশন কমিটি গড়ল বিরোধী মহাজোট!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মুম্বাই বৈঠকে ইন্ডিয়া জোট ১৩ জনের কো- অর্ডিনেশন কমিটি গঠন করলো। কারা এলেন ১৩ জনের কমিটিতে? বিরোধী মহাজোট ইন্ডিয়া কাকে আহ্বায়ক করে , সেদিকে পাখির চোখ ছিল রাজনৈতিক মহলের। কিন্তু শুক্রবার মুম্বইয়ে বিরোধী মহাজোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে আহ্বায়কের পরিবর্তে সমন্বয় কমিটির উপরই আস্থা রাখা হলো। এদিন ১৩ জনের কো-অর্ডিনেশন কমিটি গড়া হয়েছে। এই সমন্বয় কমিটি বা কো অর্ডিনেশন কমিটিকে সামনে রেখেই বিরোধী মহাজোট ইন্ডিয়া এগোবে বলে মুম্বইয়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। এই সমন্বয় কমিটিতে রয়েছেন কংগ্রেসের কেসি বেনুগোপাল, এনপিপির শারদ পাওয়ার, আরজেডি’র তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপের রাঘব চাড্ডা, ডিএমকে’র এম কে স্ট্যালিন প্রমুখ। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কমিটিতে সিপিআই এর নেতা থাকলেও সিপিএমের কোনও নেতাকে সমন্বয় কমিটিতে রাখা হয়নি।


সমন্বয় কমিটিতে নেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা। এই কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে অধিকাংশ দলেরই তরুণ মুখকে। প্রবীণ-নবীনের মেলবন্ধনেই ১৩ সদস্যের সমন্বয় কমিটি গড়া হয়েছে।

সমন্বয় কমিটিতে এছাড়াও রয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির জাভেদ খান, জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি লালন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তবে এদিন বৈঠকে কোনও লোগো প্রকাশ করা হয়নি। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী মহাজোটের মঞ্চের নাম স্থির হয়। এবার লোগো প্রকাশ করা হবে বলে মনে করা হয়েছিল। তবে শীঘ্রই লোগো প্রকাশ করা হবে। এবার ইন্ডিয়া মঞ্চে থেকে ২৬টিরও বেশি দল এক হয়ে এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আর কাল বিলম্ব করা যাবে না। কারণ কেন্দ্রীয় সরকার নির্বাচন এগিয়ে আনতে পারে। নির্ধারিত সময়ে নির্বাচন হলে বাকি আর সাকুলে সাত-আট মাস। কিন্তু যদি নির্বাচন এগিয়ে আসে, তাহলে হাতে আর সে অর্থে সময় থাকবে না। তাই অচিরেই কাজ শুরু করে দিতে হবে।

সেইমতোই সমন্বয় কমিটিকে বার্তা দেওয়া হয়েছে সাধারণ অ্যাজেন্ডা তৈরি করতে। যতটা সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী নীতি নেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু সর্বত্রই যে তা সম্ভব নয়, তা মেনে নিয়েই এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা হচ্ছে ইন্ডিয়া। তবে যাতে বেশিরভাগ জায়গাতেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়, সেই চেষ্টা করবে সমন্বয় কমিটি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

19 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago