Categories: বিজ্ঞান

ক্যানসার চিকিৎসায় ব্রাত্য কেমো ও রেডিওথেরাপি

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্যানসার মানেই কেমোথেরাপি । আর তার পর রেডিয়েশন । চিকিৎসাবিজ্ঞানে এমনই প্রচলিত ধারণা এবার বদল হতে চলেছে । মিরাকেলটি ঘটনার জন্য চিকিৎসা বিজ্ঞানীদের লড়াই চলছে শেষ ১৫ বছর ধরে।২০০৭ সালে ফিলিস লাচেত্তি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মন্টেফিওর মেডিকেল সেন্টারে নার্স জানতে পেরেছিলেন , তার স্তনে অস্বাভাবিক লাম্প রয়েছে । পারিবারিক ইতিহাসের কারণেও ক্যানসারের ঝুঁকিতে ছিলেন লাচেত্তি । তার বোন ও বাবা মারা যান লিউকেমিয়ায় । ভাই মারা যান থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়ে । চিকিৎসক পরামর্শ দেন , ম্যাসটেকটমি করার । অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের এই অংশ তাকে ফেলে দিতে হবে । ক্যানসার মুক্তির লড়াই এখানেই শেষ হয় নি লাচেত্তির । ক্যানসারের সংক্রমণ রোধে তাকে কেমোথেরাপি আর রেডিয়েশন থেরাপির মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা ।

টাইম সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে , যখন রেডিয়োথেরাপির যন্ত্রণা নিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন লাচেত্তি , তখনই আশার আলো দেখিয়েছেন চিকিৎসক জোসেফ স্পারানো । আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের অধ্যক্ষ জোসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গবেষণার কাজ চালিয়ে গিয়েছেন ওই কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অধ্যাপক মন্টে ফিওর । ক্যানসার রোগীরা কেমোথেরাপিকে এড়িয়ে কীভাবে সুস্থ থাকতে পারেন , সেই পথ বাতলালেন স্পারানো । তারপর দশকের দীর্ঘ দেড় গবেষণা । অধ্যাপক স্পারানো বলেছেন , ‘ বহু ক্যানসার আক্রান্তেরই কষ্ট হয় রেডিয়েশনের কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে । এ বার দু’টি গবেষণার রিপোর্টেই আশার আলো আমরা দেখতে পাচ্ছি। দাবি করা হচ্ছে , কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের পর কেমোথেরাপি আর রেডিয়োথেরাপি না করালেও চলবে । ক্যানসারে আক্রান্ত হওয়ার পর লাচেত্তির মতো যাদের অস্ত্রোপচার করা হয়েছে বা রেডিয়েশন দেওয়া হয়েছে , তাদের নিয়ে টানা ১৫ বছর কাজ করে চলেছে আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গবেষকরা ।

অস্ত্রোপচার বা রেডিয়েশনের পরে ক্ষেত্রবিশেষে কেমোর রোগীদের হরমোনথেরাপি দেন । এই থেরাপিতে ইস্ট্রোজেনের মতো হরমোনগুলোকে নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের । চিকিৎসা নিতে এসে লাচেত্তি ব্যাপারটিতে আগ্রহী হয়েছিলেন । রেডিয়েশনের যন্ত্রণা থেকে কার্যত পালিয়ে বাঁচতেই লাচেত্তি যোগ দিয়েছিলেন সমীক্ষায় । ১৫ বছর কেটে গেলেও এখন লাচেত্তি পুরোপুরি সুস্থ বলে দাবি করেছেন । একই সঙ্গে গবেষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন ,’ আপাতত আমি হরমোন থেরাপিই নিচ্ছি । ‘ এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে স্তন ক্যানসারে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার মহিলাকে নিয়ে পরীক্ষা – নিরীক্ষা করা হয়েছে । দেখা গিয়েছে , অ্যান্টি ইস্ট্রোজেন হরমোন থেরাপি দিলে ক্যানসার নিয়ন্ত্রণে থাকে । নতুন একটি গবেষণা বলছে , কোলোন ক্যানসারে আক্রান্তদের ততটাও জরুরি নয় এই কেমো বা রেডিয়োথেরাপি । তাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ভূমিকা নিয়েছে হরমোন থেরাপি । আর একটি গবেষণা বলছে , স্তন ক্যানসারের ক্ষেত্রেও অস্ত্রোপচারের পর আর না – ও লাগতে পারে রেডিয়োথেরাপি ।

এই গবেষণা নিয়ে আলোচনা হয়েছে ‘ আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি ’ – র একটি বৈঠকে ।কোলোন ক্যানসার সংক্রান্ত গবেষণার রিপোর্ট ইতিমধ্যেই ‘ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন ‘ – এ প্রকাশিত হয়েছে । অস্ত্রোপচারের পর মিয়োসিস কোশবিভাজন বন্ধ করতে ওই জায়গাটিকে পুড়িয়ে দেওয়ার পদ্ধতি হল কেমোথেরাপি এবং রেডিয়োথেরাপি । কিন্তু বেশিরভাগ রোগীর শরীরে সহ্য হয় না দুটি থেরাপি । তাই এ বার গবেষকরা চেষ্টা করছেন বোঝার , কোন রোগীর কেমোথেরাপি আর রেডিয়োথেরাপি লাগবে , আর কোন রোগীর ক্ষেত্রে তা ততটাও প্রয়োজন নয় । সমস্যা হল , কেমোথেরাপি আর রেডিয়োথেরাপি দেওয়ায় রোগীর বমিভাব , মাথাঘোরা , স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে । ৪৫৫ জন রোগীকে নিয়ে করা সমীক্ষায় জানা গিয়েছে , অস্ত্রোপচারের পর রক্তপরীক্ষায় অনেকের রিপোর্ট বলছে , ক্যানসারমুক্ত হয়েছেন তারা । শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের বক্তব্য , এই দু’টি ধাপ বাদ দেওয়া গেলে অনেক ক্যানসার আক্রান্তের জীবন বদলে যায় ।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

16 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

16 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

16 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

17 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

17 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

18 hours ago