ক্যান্সার রেগীকে চুল দান!!
অনলাইন প্রতিনিধি :-বহিঃরাজ্যের এক ক্যান্সার রোগীকে চুল দান করে অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্হাপন করলো রাজ্যের এক ছোট্ট মেয়ে। তাঁর এই উদ্যোগ এবং মানসিকতা, তথাকথিত সমাজসেবীদেরও লজ্জায় ফেলে দিয়েছে।
মহারাষ্ট্রের নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন, মহারাষ্ট্র নিবাসী ৫০ বছর বয়সী সংঘমিত্রা শালিগ্রাম মানে নামে এক মহিলার কেমো থেরাপি দেওয়ার পর ওনার সব চুল পড়ে যায়। ব্যাঙ্গালোরের প্রাকৃতিক সামাজিক সংস্থা জনগণের কাছে চুল দানের আবেদন রাখে।
আগরতলা বড়দোয়ালী নিবাসী অনিমেষ ঘোষের পাঁচ বছর বয়সী ছোট্ট কন্যা, অনসূয়া ঘোষ সেই আবেদনে সারা দেয়। শিশু বিহার স্কুলের কেজি ২র ছাত্রী অনুসূয়া। বয়সের তুলনায় বেশ বড়ই ছিল অনুসূয়ার চুলগুলি। ছোট হলেও চুলের প্রতি তাঁর ভালবাসা অপরিসীম। বাবা অনিমেষ ঘোষ ও মাতা সীমা চাকমা সিদ্ধান্ত নেয়, ক্যান্সার আক্রান্ত রোগীকে তাদের কন্যার চুল দান করার। ছোট্ট অনুসূয়াও তাতে কোনও আপত্তি করেনি। বরং এই কাজটি করে সে ভীষণ আনন্দিত।