ক্যান্সার হাসপাতালে আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগী বিপাকে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
একমাত্র ক্যান্সার হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোর অপ্রতুলতায় রোগীর দুর্ভোগের শেষ নেই। ক্যান্সার হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণ আটকে থাকায় রোগীরা বিপাকে পড়ছেন।বিস্ময়কর হলো,গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আজ পর্যন্ত হাসপাতালে চালু করতে পারেনি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল ম্যানেজমেন্ট। জিবি হাসপাতাল সংলগ্ন রাজ্যের একমাত্র ক্যান্সার হাসপাতালটি ১৯৮০ সালে চালু হয়।প্রথমে ৫০ শয্যার হাসপাতাল থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ২০০৮ সালে আগরতলা ক্যান্সার হাসপাতালকে আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেয়।
ফলে ৫০ শয্যা থেকে বেড়ে হয় ১০০ শয্যার হাসপাতাল। ২০১৪ সালে আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের অধীনে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট হিসাবে স্বীকৃতি পায়। সেই পরিকাঠামো সম্প্রসারণে তখন কেন্দ্রীয় সরকার ১২০ কোটি টাকা দেয়।সেই টাকায় হাসপাতালের আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়। চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণে আইসিইউ নির্মাণ করে তৈরিও করা হয়।২০১৯ সালের শুরুতেই তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন আধুনিক বহুতল ভবনের উদ্বোধন করেন। সেসময়।ক্যান্সার হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয় অটলবিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল। ২০১৯ সালে বহুতল ভবন উদ্বোধনের সময়ই ১০ শয্যার আইসিইউ নির্মাণ করে চালুর জন্য তৈরি করে রাখা হলেও আজ পর্যন্ত আইসিইউ চালু করা হয়নি। গুরুতর অসুস্থ ক্যান্সার রোগীদের জন্য আইসিইউর চিকিৎসা পরিষেবা খুব জরুরি হওয়া সত্ত্বেও গত পাঁচ বছরেও আইসিইউ চালু করতে পারেনি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল ম্যানেজমেন্ট। ২০১৯ সালের শুরুতেই নতুন বহুতল ভবন উদ্বোধনের সময় আইসিইউ চালুর কথা থাকলেও ম্যানপাওয়ারের অভাবে সেসময় আইসিইউ চালু করতে পারেনি। তারপর প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনও আইসিইউ চালু করা হয়নি। হাসপাতাল সূত্রের খবর, ম্যানপাওয়ারের অভাবেই ক্যান্সার রোগীদের বহু গুরুতপূর্ণ ও জরুরি চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আইসিইউ চালু করা আটকে রয়েছে। আইসিইউ চিকিৎসা পরিষেবা চালু করতে চিকিৎসক, নার্স, জিডিএ এবং সুইপার ইত্যাদি কর্মী দরকার। যদিও হাসপাতালে চিকিৎসক, নার্স, জিডিএ এবং সুইপার সবই রয়েছে। কিন্তু এসব ম্যানপাওয়ারের অভাবের অজুহাত দেখিয়ে স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্ট আইসিইউ চালু করছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউ চালু করতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালের চরম গাফিলতি ও উদাসীনতার দিকে আঙুল উঠেছে। বিপুল টাকা খরচ করে ক্যান্সার হাসপাতালের রোগীর জন্য ১০ শয্যার আইসিইউ নির্মাণ করে তৈরি করে রাখা হলেও স্রেফ স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্টের চরম ব্যর্থতার জন্য এখনও আইসিইউ চালু না হওয়ায় রোগীরা পড়েছেন প্রচণ্ড বিপাকে। দেশের সব ক্যান্সার হাসপাতালে আইসিইউ চালু থাকলেও ব্যতিক্রম অটলবিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল। বিস্ময়ের ব্যাপার হলো, এই হাসপাতালটি আবার ত্রিপুরা স্টেট ক্যান্সার হাসপাতালও। তারপরও ক্যান্সার রোগীর জন্য এই হাসপাতালে আইসিইউ চালু না থাকায় দেশের মধ্যে ব্যর্থতার নজির গড়েছে হাসপাতালটি বলেই অভিযোেগ। ২০০ শয্যার গুরুত্বপূর্ণ হাসপাতালে মেডিসিন আইসিইউ নেই এটা শুধু বিস্ময়করই নয়, সকলের কাছেই স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্যান্সার হাসপাতালে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগীকে আইসিইউতে রাখার প্রয়োজন পড়লে জিবিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রোগীর চাপে জিবি হাসপাতালের আইসিইউ পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এদিকে ক্যান্সার হাসপাতালে কবে আইসিইউ চালু হবে সে বিষয়ে হাসপাতাল মেডিকেল সুপারের বক্তব্য জানতে সোমবার সন্ধ্যারাতে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

4 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

4 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

6 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

6 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

7 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

7 hours ago