অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
একমাত্র ক্যান্সার হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোর অপ্রতুলতায় রোগীর দুর্ভোগের শেষ নেই। ক্যান্সার হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণ আটকে থাকায় রোগীরা বিপাকে পড়ছেন।বিস্ময়কর হলো,গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আজ পর্যন্ত হাসপাতালে চালু করতে পারেনি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল ম্যানেজমেন্ট। জিবি হাসপাতাল সংলগ্ন রাজ্যের একমাত্র ক্যান্সার হাসপাতালটি ১৯৮০ সালে চালু হয়।প্রথমে ৫০ শয্যার হাসপাতাল থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ২০০৮ সালে আগরতলা ক্যান্সার হাসপাতালকে আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেয়।
ফলে ৫০ শয্যা থেকে বেড়ে হয় ১০০ শয্যার হাসপাতাল। ২০১৪ সালে আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের অধীনে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট হিসাবে স্বীকৃতি পায়। সেই পরিকাঠামো সম্প্রসারণে তখন কেন্দ্রীয় সরকার ১২০ কোটি টাকা দেয়।সেই টাকায় হাসপাতালের আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়। চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণে আইসিইউ নির্মাণ করে তৈরিও করা হয়।২০১৯ সালের শুরুতেই তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নতুন আধুনিক বহুতল ভবনের উদ্বোধন করেন। সেসময়।ক্যান্সার হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয় অটলবিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল। ২০১৯ সালে বহুতল ভবন উদ্বোধনের সময়ই ১০ শয্যার আইসিইউ নির্মাণ করে চালুর জন্য তৈরি করে রাখা হলেও আজ পর্যন্ত আইসিইউ চালু করা হয়নি। গুরুতর অসুস্থ ক্যান্সার রোগীদের জন্য আইসিইউর চিকিৎসা পরিষেবা খুব জরুরি হওয়া সত্ত্বেও গত পাঁচ বছরেও আইসিইউ চালু করতে পারেনি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল ম্যানেজমেন্ট। ২০১৯ সালের শুরুতেই নতুন বহুতল ভবন উদ্বোধনের সময় আইসিইউ চালুর কথা থাকলেও ম্যানপাওয়ারের অভাবে সেসময় আইসিইউ চালু করতে পারেনি। তারপর প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনও আইসিইউ চালু করা হয়নি। হাসপাতাল সূত্রের খবর, ম্যানপাওয়ারের অভাবেই ক্যান্সার রোগীদের বহু গুরুতপূর্ণ ও জরুরি চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আইসিইউ চালু করা আটকে রয়েছে। আইসিইউ চিকিৎসা পরিষেবা চালু করতে চিকিৎসক, নার্স, জিডিএ এবং সুইপার ইত্যাদি কর্মী দরকার। যদিও হাসপাতালে চিকিৎসক, নার্স, জিডিএ এবং সুইপার সবই রয়েছে। কিন্তু এসব ম্যানপাওয়ারের অভাবের অজুহাত দেখিয়ে স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্ট আইসিইউ চালু করছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউ চালু করতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালের চরম গাফিলতি ও উদাসীনতার দিকে আঙুল উঠেছে। বিপুল টাকা খরচ করে ক্যান্সার হাসপাতালের রোগীর জন্য ১০ শয্যার আইসিইউ নির্মাণ করে তৈরি করে রাখা হলেও স্রেফ স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্টের চরম ব্যর্থতার জন্য এখনও আইসিইউ চালু না হওয়ায় রোগীরা পড়েছেন প্রচণ্ড বিপাকে। দেশের সব ক্যান্সার হাসপাতালে আইসিইউ চালু থাকলেও ব্যতিক্রম অটলবিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল। বিস্ময়ের ব্যাপার হলো, এই হাসপাতালটি আবার ত্রিপুরা স্টেট ক্যান্সার হাসপাতালও। তারপরও ক্যান্সার রোগীর জন্য এই হাসপাতালে আইসিইউ চালু না থাকায় দেশের মধ্যে ব্যর্থতার নজির গড়েছে হাসপাতালটি বলেই অভিযোেগ। ২০০ শয্যার গুরুত্বপূর্ণ হাসপাতালে মেডিসিন আইসিইউ নেই এটা শুধু বিস্ময়করই নয়, সকলের কাছেই স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্যান্সার হাসপাতালে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগীকে আইসিইউতে রাখার প্রয়োজন পড়লে জিবিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রোগীর চাপে জিবি হাসপাতালের আইসিইউ পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এদিকে ক্যান্সার হাসপাতালে কবে আইসিইউ চালু হবে সে বিষয়ে হাসপাতাল মেডিকেল সুপারের বক্তব্য জানতে সোমবার সন্ধ্যারাতে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…
অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…
অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…