ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের, জুগনো ইত্যাদি থ্রি হুইলার যান অটো পরিষেবার ভালো সুবিধা বিস্ময়জনকভাবেই একপ্রকার নিষিদ্ধ হয়ে রয়েছে। বিমানবন্দরের অটো সিন্ডিকেটের একাংশ অটো চালকদের অলিখিত কড়া নিষেধাজ্ঞায় অপেক্ষাকৃত কম ভাড়ার ওলা, উবের, জুগনো অটো পরিষেবা বিমানবন্দরের ভেতর প্রবেশ করতে পারছে না। শুধু বিমানবন্দরের ভেতরই নয়, বিমানবন্দরের গেটের সামনে প্রধান সড়কেও যাত্রী ওঠানামা করানোর উপরও বিমানবন্দরের অটো সিন্ডিকেটের অলিখিত নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছে। ফলে বিমান যাত্রীরা বিমানবন্দরে আসা-যাওয়ায় ওলা, উবের, জুগনোর অটো পরিষেবার কোন সুবিধা না পেয়ে চরম বিপাকে পড়েছেন। প্রসঙ্গত দেশের ছোটবড় সব বিমানবন্দরে বিমান যাত্রীদের অপেক্ষাকৃত কম ভাড়ায় যাতায়াতের সুবিধায় ক্যাব তথা অনলাইনে ওলা, উবের ইত্যাদি যাত্রী পরিবহণ ব্যবস্থা চালু থাকলেও শুধু একমাত্র ব্যতিক্রম ও বঞ্চিত এমবিবি আগরতলা বিমানবন্দর। শুধু তাই নয়, বিমানবন্দরে ওলা,উবের, জুগনো ইত্যাদির অটো পরিষেবা বুকিংয়ে কোন কাউন্টার পর্যন্ত চালু নেই। রাজ্য সরকার এখন পর্যন্ত ওলা, উবের, জুগনো ইত্যাদির অপেক্ষাকৃত কম ভাড়ার ভালো সুবিধাযুক্ত যাত্রী পরিবহণ ব্যবস্থা চালু করার জন্য কোনও উদ্যোগ না নেওয়ায় বিমানবন্দরে যাতায়াতে বিমান যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ছেন।রাজ্যের বিমান যাত্রীদের কাছে অত্যন্ত বিস্ময়জনক ও পরিতাপের ব্যাপার হলো, দেশের ছোটবড় সব বিমানবন্দরে যাত্রী পরিবহণে ভালো এই সুবিধা চালু থাকলেও রাজ্য সরকার এখনও এমবিবি আগরতলা বিমানবন্দরে তা চালু না করায় ও বিমানবন্দরে কোনও কাউন্টার চালু না থাকায় যাতায়াতে নিত্য ভোগান্তি পোহাচ্ছেন।ক্ষুব্ধ বিমান যাত্রীদের প্রশ্ন হলো, কেন রাজ্য সরকার বিমান যাত্রীদের বিমানবন্দরে যাতায়াতে এই সুবিধা চালু করছে না। ক্ষুব্ধ বিমান যাত্রীদের দাবি, অতি সত্বর টার্মিনাল ভবনে বা টার্মিনাল ভবনের সামনে ওলা, উবের, জুগনো ইত্যাদির অটো পরিষেবায় কাউন্টার চালু করা হোক। নতুবা যাত্রীরা যে কোনওদিন বিমানবন্দরে ওলা,উবের,জুগনো অটো পরিষেবা চালুর দাবিতে ধরনা ও আন্দোলনে শামিল হতে পারেন বলে বিমান যাত্রীরা জানিয়েছেন।শুধু রাজ্য সরকার বিমানবন্দরে উলা,ওবের, জুগনোর অটো কাউন্টার চালু করা বা কাউন্টার চালুর অনুমতি যে এখন পর্যন্ত দেয়নি তাই নয়, অটো বিমানবন্দরের ভেতর গিয়ে যাত্রী নামিয়ে দেওয়া বা বিমানবন্দরের ভেতর থেকে গিয়ে অটোতে যাত্রী তুলে আনার জন্যও রাজ্য সরকার এখনও অনুমতি না দেওয়ায় সকলের কাছে অবাক লাগছে।ওলা, উবের, জুগনোর অটো যদি যাত্রী নিয়ে বিমানবন্দরের ভেতর যায় বা যাত্রী তুলে আনতে বিমানবন্দরের ভেতরে যায় তাহলে অটো সিন্ডিকেটের অটো চালকরা ক্যাব বুকিংয়ের সেইসব অটোর চালক ও বিমানযাত্রীর সঙ্গে জঘন্যভাবে যে বাধা দিচ্ছে ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছেন তার কোনও নিরসন আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার করছে না বলেও অভিযোগ। ফলে এসব ক্যাব তথা অনলাইন বুকিংয়ের অটো চালক ও বিমান যাত্রীদের সঙ্গে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ায়শুধু যে রাজ্যের বাসিন্দা বিমান যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে তাই নয়, বহি:রাজ্য থেকে যেসব পর্যটক রাজ্যে আসছেন তাদের ত্রিপুরা সম্পর্কে বাজে ধারণা হচ্ছে বলেও অভিযোগ। রাজ্য সরকার বিমানবন্দরে অটো পরিষেবা নিয়ে যাত্রীর সঙ্গে ভাড়ায় জুলুম, ঝগড়া-বিবাদ, দুর্ব্যবহার ইত্যাদি দেখভালে টার্মিনাল ভবনের বাইরে রাজ্য পুলিশ থাকলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুলিশ নিষ্ক্রীয় হয়ে থাকছে। যদিও রাজ্য পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রিপেইড অটো পরিষেবা দু’বছর আগে চালু করে অটো চালকদের ভাড়ায় জুলুম ও যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য কড়া সতর্কবার্তাও দিয়েছিলেন।

Dainik Digital

Recent Posts

কাঞ্চনপুর গ্রামোন্নয়নে ৮ কোটি টাকার কেলেঙ্কারি, তীব্র চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…

9 hours ago

দলের প্রতিষ্ঠাদিবসে সিপিএম কংগ্রেসকে তুলোধোনো বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…

9 hours ago

প্রজন্ম বদল!!

ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…

10 hours ago

অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…

10 hours ago

ট্রেনে ভয়াবহ আগুন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…

10 hours ago

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

1 day ago