ক্যামিকেল কারখানায় আগুনে পুড়ে মৃত্যু ৬ শ্রমিকের!!
অনলাইন প্রতিনিধি :-কেমিক্যাল কারখানায় ঝলসে গেলেন ৬ জন কর্মী। গুরুতর আহত আরও একজন।রাজস্থানের জয়পুরের কেমিক্যাল কারখানায় শনিবার সন্ধ্যেতে বয়লারে বিস্ফোরণ হয়। বয়লার ফেটে রাসায়নিক ছড়িয়ে পড়ে কারখানায়। সেখান থেকেই নিমেষে আগুনও লেগে যায়। বাকি শ্রমিকরা কোনওমতে রক্ষা পেলেও, কারখানার ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ জনের।