ক্রিকেটের দল বদল সহ টিসিএর একগুচ্ছ ঘোষণা
এ যেন পুরানো ফর্মে ফিরছে আগরতলা ক্লাব ক্রিকেট। গত তিন বছর যে আগরতলা ক্লাব ক্রিকেটে একপ্রকার অন্ধকার নামিয়ে আনা হয়েছিল সেই ক্লাব ক্রিকেটে যেন আলোর পথ দেখাচ্ছে টিসিএর সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি।আজ এক সাংবাদিক সম্মেলনে আগরতলা ক্লাব ক্রিকেট সহ বিভিন্ন ক্রিকেট আসর নিয়ে ইতিবাচক ঘোষণা দিলেন টিসিএর কর্তারা। আগামী ১ ডিসেম্বর ২০২২ থেকে আগরতলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে দলবদল পর্ব শুরু করার সিদ্ধান্ত নিলো টিসিএর বর্তমান কমিটি। আজ উপদেষ্টা টুর্নামেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো ঘরোয়া ক্লাব ক্রিকেটের জন্য দলবদল। আগামী ১-১৫ ডিসেম্বর টোকেন তোলা ও দলবদল পর্ব চলবে। রাজ্যের হয়ে জাতীয় ক্রিকেটে খেলতে যারা ব্যস্ত তাদের অবশ্য শহরে পৌঁছানোর তিনদিনের মধ্যে টোকেন তোলা ও দলবদল করতে হবে।এদিকে, গতকাল থেকে টিসিএ পরিচালিত ঘরোয়া ক্রিকেট সিজন শুরু হয়ে গেছে। যা চলবে একত্রিশ আগষ্ট (২০২৩) পর্যন্ত। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে অনূর্ধ্ব তেরো ও অনুর্ধ্ব পনেরো সদর আন্ত: কোচিং প্লে সেন্টারভিত্তিক ক্রিকেটের জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত।যতদূর খবর, সদর অনূর্ধ্ব তেরো ও অনূর্ধ্ব পনেরো ক্রিকেট টুর্নামেন্ট আনুমানিক পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে।এদিকে, এবার ঘরোয়া ক্রিকেটে একটি নতুন টুর্নামেন্টের সংযোজন হতে চলেছে। আন্ত:স্কুল অনূর্ধ্ব সতেরো মহিলাদের পশ্চিম জোনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে অংশ নিতে ইচ্ছুক স্কুলগুলিকে আগামী পনেরো ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ২০১৯-২০ সিজনের পর আবার ঘরোয়া ক্রিকেটে সোনালী দিন ফেরাতে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সন্তোষ স্মৃতি এ ডিভিশন ও তপন স্মৃতি নকআউট, সমীরণ চক্রবর্তী স্মৃতি সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফের শুরু করার উদ্যোগ নিলো বর্তমান কমিটি।এদিকে, এ দিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে সদর আন্ত:স্কুল অনূর্ধ্ব সতেরো ক্রিকেট (৪০ ওভারের) টুর্নামেন্ট শুরু করা হবে। এর জন্য ইচ্ছুক স্কুলগুলিকে আগামী ১৫- ৩১ ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।এদিকে, আজ সদর কোচিং সেন্টার, প্লে সেন্টার ও মহিলা ক্লাবগুলির কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিসিএ সচিব তাপস ঘোষ, সহ সভাপতি তিমির চন্দ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।