অনলাইন প্রতিনিধি :-বর্তমান সময়ে পাঁচ কোটি টাকায় ক্রিকেট একাডেমি?রাজ্যে একটি নতুন ক্রিকেট একাডেমি তৈরি করা নিয়ে টিসিএর বর্তমান কমিটির পাঁচ কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে রাজ্যের ক্রিকেট মহলে।ক্রিকেট মহলের ধারণা, আসলে টিসিএর বর্তমান কমিটি রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছে। কেননা, যেখানে টিসিএর বর্তমান কমিটি অন্যান্য ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার জন্য পঁচাত্তর লাখ টাকা খরচ থেকে বাড়িয়ে পঁচিশ কোটি টাকা বরাদ্দ রেখেছে সেখানে কিনা এক ক্রিকেট একাডেমি তৈরি করার জন্য বাজেট বরাদ্দ পাঁচ কোটি টাকা? প্রাক্তন ক্রিকেটারদের মতে, টিসিএর বর্তমান কমিটির এই ক্রিকেট একাডেমি নিয়ে তাদের বাজেট বরাদ্দে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি আসলে রাজ্যের মানুষকে বোকা বানানো ছাড়া অন্য কিছু নয়। তারা বলেন, আপনি যদি ঠিক এই সময়ে একটা ক্রিকেট একাডেমি তৈরি করতে চান তাহলে আপনাকে কমপক্ষে দশ কানি জমি কিনতে হবে। আর বর্তমান সময়ে দশ কানি জমির দাম কমবেশি দশ কোটি টাকা। এটা শহরের বাইরে কোনও এলাকায়। যদি ধরে নিই যে রাজ্য সরকার থেকে লিজে জমি নেওয়া হবে তাহলে ওখানে ক্রিকেট একাডেমি তৈরি করার জন্য কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা দরকার। প্রশ্ন হচ্ছে যে পাঁচ কোটি টাকা দিয়ে কি হবে? একটা সময় বাধারঘাট স্পোর্টস স্কুলের পাশে টিসিএ একটি ক্রিকেট মাঠ তৈরি করে দিয়েছিল। কিন্তু পরে যখন টিসিএর তরফে ওই মাঠ ব্যবহারের জন্য বলা হয় তখন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে সরাসরি না করে দেওয়া হয়। পরবর্তী সময়ে টিসিএ থেকে স্পোর্টস স্কুলকে নতুন একটি ফুটবল মাঠ তৈরি করে সেখানে ক্রিকেট অনুশীলনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবও বাতিল করে দেওয়া হয়। ফলে এখন টিসিএর বর্তমান কমিটির যদি আসলেই রাজ্যে বিশেষ করে আগরতলায় একটি ক্রিকেট একাডেমি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে বাজেট বরাদ্দে টাকার অঙ্ক পঞ্চাশ কোটি টাকা রাখা উচিত ছিল বলে দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাদের বক্তব্য হলো টিসিএর বর্তমান কমিটি আসলে রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছে। তা নাহলে পাঁচ কোটি টাকা দিয়ে ক্রিকেট একাডেমি? অবশ্য টিসিএর বর্তমান কমিটি বলতে পারে যে, আপাতত তারা পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে পরে কাজ শুরু হলে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা যাবে। কিন্তু রাজ্যের ক্রিকেট মহলের মতে, টিসিএর বর্তমান কমিটির আমলে এখন পর্যন্ত যে সমস্ত ঘটনাবলি সামনে এসেছে তারপর পাঁচ কোটি টাকা বরাদ্দ রেখে ক্রিকেট একাডেমি? রাজ্যের মানুষকে বোকা বানানো ছাড়া অন্য কিছু নয়। প্রসঙ্গত, টিসিএর কিন্তু ক্রিকেট একাডেমি তো দূরের কথা নিদেনপক্ষে নিজস্ব একখানা ক্রিকেট কোচিং সেন্টার পর্যন্ত নেই। শুধু তাই নয়, টিসিএর কিন্তু নিজস্ব কোনও আধুনিক ক্রিকেট পরিকাঠামো নেই যেখানে আধুনিক ক্রিকেট কোচিং চলতে পারে। ওই এমবিবি স্টেডিয়ামে একটা জিম, একটা ইন্ডোর প্র্যাকটিসের ব্যবস্থা এবং একটা শেডের প্র্যাকটিস উইকেট। এটা দিয়ে ওই কোচিং সেন্টারের মতো কোচিং ছাড়া অন্য কিছু হবে না। সুতরাং যে অ্যাসোসিয়েশনের নিজস্ব একখানা আধুনিক কোচিং সেন্টার পর্যন্ত নেই তারা যখন ক্রিকেট একাডেমি তৈরি করার জন্য বাজেট বরাদ্দে মাত্র পাঁচ কোটি টাকা রাখে তখন স্বাভাবিক ভাবেই এ নিয়ে রাজ্যের ক্রিকেট মহলে প্রশ্ন উঠতেই পারে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…