আগরতলা সরকারী মেডিকেল কলেজে (এজিএমসি) আগামী জানুয়ারী মাস থেকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপর ফেলোশিপ কোর্স চালু হচ্ছে। ইণ্ডিয়ান সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (আইএসসিসিএম) রাজ্য সরকারের সহযোগিতায় এজিএমসিতে এই ফেলোশিপ কোর্স চালু হচ্ছে। মূলত আইসিইউতে রোগীর চিকিৎসা পরিষেবা যাতে যথাযথ হয় সেই ব্যবস্থার জন্যই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপর প্রশিক্ষণের এই কোর্স চালু হচ্ছে। এক বছরের মেয়াদি এই কোর্সে প্রশিক্ষণ নেবেন চিকিৎসক ও নার্সরা। প্রশিক্ষণ নেওয়ার পর আইসিইউতে রোগীর চিকিৎসা সংক্রান্ত যথাযথ ও প্রয়োজনীয় পরিষেবা দিতে পারবেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ন্যাশনাল বডি আইএসসিসিএমের আইসিইউর বিশেষজ্ঞ ও বিখ্যাত ৪৫ জন ডাক্তার সারা দেশ থেকে আগরতলায় আসেন। তারা দুদিন আগরতলা ছিলেন। ৮ অক্টোবর আগরতলার একটি অভিজাত হোটেলে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এবং আইসিইউর উপর শিক্ষামূলক আলোচনায় গোটা দেশ থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা অংশ নেন। রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. দেবাশিস বসু, এনএইচএমের অধিকর্তা শুভাশিস দাস প্রমুখ। আলোচনায় সিদ্ধান্ত হয় এজিএমসিতে আগামী জানুয়ারী মাস থেকে আইসিইউর উপর প্রশিক্ষণের জন্য ফেলোশিপ কোর্স চালু হবে। ৯ অক্টোবরও বেসিক লাইফ সাপোর্টসহ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপর আলোচনা হয়। ৮ অক্টোবর ছিল আইসিইউর ফাউণ্ডেশন ডে। আইএসসিসিএমের তরফে এই দিনটি পালন করা হয় এবার আগরতলায় । সেসঙ্গে আইএসসিসিএমের আগরতলা সিটি ব্রাঞ্চেরও সূচনা করা হয়। আইএসসিসিএমের আগরতলা ব্রাঞ্চের সাধারণ সম্পাদক করা হয় আগেই আইসিইউর উপর প্রশিক্ষণ নেওয়া ডা. তুষার মজুমদারকে। ৯ অক্টোবর আইএসসিসিএমের তরফে এসব বিষয়ে জানিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. রাজেশ মিত্র, সাধারণ সম্পাদক ডা. রাজেশ পাণ্ডে, শিক্ষামূলক বিভাগের উপাধ্যক্ষ ডা. মণীশ মঞ্জল, আগরতলা সিটি ব্রাঞ্চের (শাখা) সাধারণ সম্পাদক ডা. তুষার মজুমদার প্রমুখ।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…