রাজ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে নানাহ সমস্যা এবং তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার অধীনস্থ রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থা ও ইউনিটগুলোকে নিয়ে আলোচনায় বসছে। আগামী ষোল এপ্রিল বেলা বারোটায় এই বৈঠক হবে।ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় আজ এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনস্থ রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থা ও ইউনিটগুলোকে নিয়ে বৈঠক করা হচ্ছে। খেলাধুলার আয়োজন ও অ্যাসোসিয়েশন পরিচালনার ক্ষেত্রে তাদের কী কী সমস্যা রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে জানা হবে।পাশাপাশি ওই সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।একই সাথে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এই রাজ্যের খেলাধুলার সার্বিক উন্নয়ন ও প্রসারে এবং বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব আরও জানান, রাজ্যে খেলাধুলা আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টের অ্যাসোসিয়েশনগুলো নানাহ সমস্যার মুখোমুখি হচ্ছে। নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ক্রীড়া সংস্থাগুলোর সামনে।শুধু তাই নয়, বহি:রাজ্যে বিভিন্ন ইভেন্টে টিম পাঠানোর ক্ষেত্রেও নানাহ সমস্যা সামনে আসছে। এমনকি রাজ্যের প্রকৃত ক্রীড়া সংস্থাগুলো বহি:রাজ্যে জাতীয় আসরগুলোতে টিম পাঠাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে রাজ্যের প্রকৃত খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। রাজ্যের প্রকৃত ক্রীড়া সংস্থাগুলোকে বঞ্চিত করে একটা মহল বাঁকাপথে বহি: রাজ্যে টিম পাঠিয়ে দিচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর এই সমস্যা নিরসনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এদিকে জানা গেছে, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনস্থ বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সংস্থাগুলোকে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কর্তৃক সরকারী আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে। তাতে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো বিশেষ করে গত কয়েক বছর ধরে খেলাধুলা আয়োজনের সমস্যা যেমন পড়ছে তেমনি বহি:রাজ্যে নানা সময় টিম পাঠাতে গিয়েও সমস্যায় পড়ছে। এমনিতেই রাজ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনগত ঝামেলায় মহা সমস্যায় পড়েছে ক্রীড়া সংস্থাগুলো।এর মধ্যে আবার ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কর্তৃক আর্থিক বঞ্চনার কারণে দিশাহারা অবস্থা ক্রীড়া সংস্থাগুলোর। গত কয়েক বছর ধরে এই ধরনের বঞ্চনা ও নানাহ প্রতিবন্ধকতা, ঝামেলার কারণে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো। এর মধ্যে আবার সরকারী স্পোর্টস অ্যাক্টের (ক্রীড়ানীতি) জাঁতাকলে পড়ে আরও দুর্দশা ক্রীড়া সংস্থাগুলোর।জানা গেছে, ক্রীড়া সংস্থাগুলো তাদের ক্ষোভের বহি:প্রকাশ ঘটাতে পারে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…