ক্লাউড ফিজিশিয়ানের নতুন উদ্যোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এবার উন্নত প্রযুক্তির ব্যবহারে নতুন চিকিৎসা পরিষেবা নিয়ে আসছে নতুন যুগের হেলথকেয়ার সংস্থা ক্লাউডফিজিশিয়ান । হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । গোটা পূর্ব ভারতে এই ধরনের প্রযুক্তিগত পরিষেবা দিতে চায় এই সংস্থাটি । আর এই বিষয়েই ক্লাউডফিজিশিয়ানকে যাবতীয় সহযোগিতা করছে মেডিকা । কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্মার্ট আইসিইউ পরিষেবা নিয়ে আসার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সংস্থাটি । ক্রিটিক্যাল কেয়ার ডেলিভারির ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে চায় সংস্থাটি । এই বিষয়ে মেডিকার তরফে পূর্ব ভারতের বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া হবে । সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে এই সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । কীভাবে এই কাজটি সম্পন্ন করা হবে সেই বিষয়েই আলোকপাত করেন বিশেষজ্ঞরা।

ক্লাউডফিজিশিয়ানের সহ প্রতিষ্ঠাতা এবং হেলথকেয়ারের প্রধান ডঃ দিলীপ রমন বলেন , “ আমরা বিশ্বাস করি মেডিকার সঙ্গে যৌথ উদ্যোগে গোটা ভারতের আইসিইউ পরিষেবায় একটা বড় পরিবর্তন আনা সম্ভব হবে । ক্লাউডফিজিশিয়ানের স্মার্ট আইসিইউ গোটা ভারতের ৭০ টি হাসপাতালের · আইসিইউ পরিষেবার কাজে যুক্ত হতে পারবে । এর ফলে ভারতবর্ষের ৪০ হাজার রোগী উপকৃত হবেন । আইসিইউয়ের এই উন্নতিতে মৃত্যুহারও অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে । ‘ ক্লাউডফিজিশিয়ান মনে করছে , আগামী দিনে গোটা দেশের চিকিৎসা পরিষেবায় এক লক্ষ্যণীয় পরিবর্তন আনা সম্ভব হবে । মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের কনসালটেন্ট ইনটেনসিভিস্ট ডঃ অভিরাল রায় বলেন , ‘ ভারতে উন্নতমানের চিকিৎসা পরিষেবা অত্যন্ত প্রয়োজন । বিভিন্ন হাসপাতালেই উন্নতমানের যন্ত্রাংশ সহ আধুনিক আইসিইউ তৈরি হচ্ছে ঠিকই । কিন্তু সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষিত কর্মী নেই ।

এবার ক্লাউডফিজিশিয়ানের সঙ্গে যৌথ উদ্যোগে মেডিকা এই কাজটি সম্পন্ন করতে পারবে । মেডিকার যে প্রশিক্ষিত কর্মীরা রয়েছে তাদের মাধ্যমে বহু প্রত্যন্ত এলাকাতেও এই ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে । স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি এবং উন্নত মানের হেলথকেয়ার বিশেষজ্ঞদের সহযোগিতায় ভারতের এক বড় অংশের রোগীরা দ্রুত আরোগ্য লাভ করবেন ।
এই পার্টনারশিপ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একটি পরিবর্তন আনতে পারবে বলেই মনে করা হচ্ছে । উন্নত প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা পরিষেবা দেবে ক্লাউডফিজিশিয়ান । বড় থেকে ছোট ধরনের বিভিন্ন হাসপাতাল এতে উপকৃত হবে বলেই জানিয়েছেন সংস্থার বিশেষজ্ঞরা । মেডিকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় ভার্চুয়াল আইসিইউয়ের প্ল্যাটফর্ম তৈরিতে ক্লাউডফিজিশিয়ান সফল হতে পারবে বলেই ই জানিয়েছেন সংস্থার বিশেষজ্ঞরা । মেডিকার মতোই ভারবর্ষের অন্যান্য আরও হাসপাতালের সঙ্গে যৌথভাবে এমন কাজ করতে চায় ক্লাউডফিজিশিয়ান । করোনাকালে দেশের নানা প্রান্তেই চিকিৎসা পরিষবার আরও উন্নতিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় । বিভিন্ন হাসপাতালের শয্যা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয় ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

48 mins ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

1 hour ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

2 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

2 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago