মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এবার উন্নত প্রযুক্তির ব্যবহারে নতুন চিকিৎসা পরিষেবা নিয়ে আসছে নতুন যুগের হেলথকেয়ার সংস্থা ক্লাউডফিজিশিয়ান । হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । গোটা পূর্ব ভারতে এই ধরনের প্রযুক্তিগত পরিষেবা দিতে চায় এই সংস্থাটি । আর এই বিষয়েই ক্লাউডফিজিশিয়ানকে যাবতীয় সহযোগিতা করছে মেডিকা । কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্মার্ট আইসিইউ পরিষেবা নিয়ে আসার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সংস্থাটি । ক্রিটিক্যাল কেয়ার ডেলিভারির ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে চায় সংস্থাটি । এই বিষয়ে মেডিকার তরফে পূর্ব ভারতের বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া হবে । সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে এই সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । কীভাবে এই কাজটি সম্পন্ন করা হবে সেই বিষয়েই আলোকপাত করেন বিশেষজ্ঞরা।
ক্লাউডফিজিশিয়ানের সহ প্রতিষ্ঠাতা এবং হেলথকেয়ারের প্রধান ডঃ দিলীপ রমন বলেন , “ আমরা বিশ্বাস করি মেডিকার সঙ্গে যৌথ উদ্যোগে গোটা ভারতের আইসিইউ পরিষেবায় একটা বড় পরিবর্তন আনা সম্ভব হবে । ক্লাউডফিজিশিয়ানের স্মার্ট আইসিইউ গোটা ভারতের ৭০ টি হাসপাতালের · আইসিইউ পরিষেবার কাজে যুক্ত হতে পারবে । এর ফলে ভারতবর্ষের ৪০ হাজার রোগী উপকৃত হবেন । আইসিইউয়ের এই উন্নতিতে মৃত্যুহারও অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে । ‘ ক্লাউডফিজিশিয়ান মনে করছে , আগামী দিনে গোটা দেশের চিকিৎসা পরিষেবায় এক লক্ষ্যণীয় পরিবর্তন আনা সম্ভব হবে । মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের কনসালটেন্ট ইনটেনসিভিস্ট ডঃ অভিরাল রায় বলেন , ‘ ভারতে উন্নতমানের চিকিৎসা পরিষেবা অত্যন্ত প্রয়োজন । বিভিন্ন হাসপাতালেই উন্নতমানের যন্ত্রাংশ সহ আধুনিক আইসিইউ তৈরি হচ্ছে ঠিকই । কিন্তু সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষিত কর্মী নেই ।
এবার ক্লাউডফিজিশিয়ানের সঙ্গে যৌথ উদ্যোগে মেডিকা এই কাজটি সম্পন্ন করতে পারবে । মেডিকার যে প্রশিক্ষিত কর্মীরা রয়েছে তাদের মাধ্যমে বহু প্রত্যন্ত এলাকাতেও এই ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে । স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি এবং উন্নত মানের হেলথকেয়ার বিশেষজ্ঞদের সহযোগিতায় ভারতের এক বড় অংশের রোগীরা দ্রুত আরোগ্য লাভ করবেন ।
এই পার্টনারশিপ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একটি পরিবর্তন আনতে পারবে বলেই মনে করা হচ্ছে । উন্নত প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা পরিষেবা দেবে ক্লাউডফিজিশিয়ান । বড় থেকে ছোট ধরনের বিভিন্ন হাসপাতাল এতে উপকৃত হবে বলেই জানিয়েছেন সংস্থার বিশেষজ্ঞরা । মেডিকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় ভার্চুয়াল আইসিইউয়ের প্ল্যাটফর্ম তৈরিতে ক্লাউডফিজিশিয়ান সফল হতে পারবে বলেই ই জানিয়েছেন সংস্থার বিশেষজ্ঞরা । মেডিকার মতোই ভারবর্ষের অন্যান্য আরও হাসপাতালের সঙ্গে যৌথভাবে এমন কাজ করতে চায় ক্লাউডফিজিশিয়ান । করোনাকালে দেশের নানা প্রান্তেই চিকিৎসা পরিষবার আরও উন্নতিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় । বিভিন্ন হাসপাতালের শয্যা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয় ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…