ক্লাবগুলিকে নিয়ে ফের বৈঠকে বসছে টিএফএ।
অনলাইন প্রতিনিধি:- মাঝে আর মাত্র চার দিন। আগামী তেরো আগষ্ট থেকে শুরু হচ্ছে রাখাল শিল্ড নকআউট ফুটবল আসর। মোট সাতটি টিম খেলছে এবার নকআউটে। যার মধ্যে এ ডিভিশন লীগের ছয়টি টিম ছাড়াও রয়েছে ত্রিপুরা পুলিশ। ইতিমধ্যেই নকআউট আসরের ক্রীড়াসূচি ঘোষণা করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।নকআউট আসরের আয়োজন নিয়ে আগামী দশ আগষ্ট ক্লাব টিমগুলোর সাথে আরেক দফা আলোচনায় বসতে চলেছে টিএফএ-র আউট ফুটবল কমিটি। যতদূর জানা গেছে, টিএফএর অফিসগৃহে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এই বৈঠক হবে।ওই দিনের বৈঠকে টুর্নামেন্টের আয়োজনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ক্লাব দলগুলোর কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। আগামী তেরো আগষ্ট নকআউটের উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশন মুখোমুখি হচ্ছে। সতেরো ও আঠারো আগষ্ট দুটো সেমিফাইনাল এবং কুড়ি আগষ্ট ফাইনাল ম্যাচ হবে। যতদূর খবর, আগামী তেরো আগষ্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। বলে কিক অব করবেন প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক অনিমেষ দেব। বিকেল তিনটায় প্রতিদিন ম্যাচ শুরু হবে। সেমিফাইনালের আগে তিনটি ম্যাচে টিকিট মূল্য থাকছে দশ টাকা করে। এছাড়া দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা করে। ক্লাব দলগুলোর দাবি মেনে নকআউটের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য বাইরে থেকে রেফারি আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা টিএফএ।
এদিকে, নকআউটে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য প্রাইজমানি থাকছে চল্লিশ হাজার ও ত্রিশ হাজার টাকা। সাথে ট্রফি। যদিও ২/১টি ক্লাব দলের তরফে নকআউটের প্রাইজমানি বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। এদিকে, টিএফএর তরফে নকআউটের সূচি ঘোষণার আগেই টিমগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। গত বছরের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ ও রানার্স ফরোয়ার্ড ক্লাব সহ প্রায় সবকটি টিমই পুরো দমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। স্থানীয় ও বহি:রাজ্যের ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী টিম করার চেষ্টা করে যাচ্ছে টিমগুলো।
ক্রীড়াসূচি :- ১৩ আগষ্ট- বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশন, ১৪ আগষ্ট- রামকৃষ্ণ ক্লাব ও ত্রিপুরা পুলিশ।১৬ আগষ্ট- লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরোয়ার্ড ক্লাব। ১৭ আগষ্ট- প্রথম সেমিফাইনাল। এতে এগিয়ে চলো সংঘ ও প্রথম ম্যাচের বিজয়ী দল লড়বে। ১৮ আগষ্ট- দ্বিতীয় সেমিফাইনাল। এতে দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল রামকৃষ্ণ ক্লাব ও তৃতীয় ম্যাচের বিজয়ী দল লড়বে।২০ আগষ্ট ফাইনাল।