ক্লাব ট্রান্সফার আগষ্ট পর্যন্ত, এআইএফএফের ফুটবল সিজন আজ থেকে শুরু হচ্ছে।
অনলাইন প্রতিনিধি || আগামীকাল অর্থাৎ ১ জুন থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনের ২০২৩-২৪ ফুটবল সিজন শুরু হচ্ছে।আগামী বছরের ৩১ মে পর্যন্ত চলবে এই ফুটবল সিজন।আজ দিল্লী থেকে অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন সূত্রে এখবর জানানো হয়েছে। যদিও অনেক রাজ্যেই এখনও ক্রিকেটের আমেজ চলছে। তবে ইতিমধ্যে ত্রিপুরা সহ বেশকিছু রাজ্য একে একে ফুটবল সিজন শুরু করে দিচ্ছে।এআইএফএফ এক বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় স্তরে পুরুষ ও মহিলা ফুটবল উভয়ের জন্যই একই মরশুমের তারিখ প্রযোজ্য হবে। সারা দেশেৰ পেশাদার ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের দুটি উইণ্ডোতে নিজেদের দলে নিতে পারে।এর প্রথমটি চলতি বছরের ৯ জুন থেকে শুরু হবে এবং ৩১ আগষ্ট,২০২৩ পর্যন্ত চলবে। এদিকে,পেশাদার খেলোয়াড়দের নিবন্ধনের জন্য দ্বিতীয় উইণ্ডোটি ১ জানুয়ারী থেকে শুরু হবে এবং ৩১ জানুয়ারী,২০২৪-এ গিয়ে শেষ হবে। নিবন্ধনের দুটি উইণ্ডো পুরুষ এবং মহিলা উভয় ফুটবলের জন্যই প্রযোজ্য থাকবে।অন্যদিকে,অপেশাদার খেলোয়াড়দের নিবন্ধনের সময়কাল ১ জুন, ২০২৩ থেকে শুরু হবে এবং ৩১ মে,২০২৪-এ পুরুষ ও মহিলা ফুটবলারদের জন্য শেষ হবে।আসন্ন মরশুমের জন্য পেশাদার ক্লাবগুলি প্রথম ট্রান্সফার উইণ্ডোটি ৯ জুন থেকে ৩১ আগষ্টের মধ্যে অনুষ্ঠিত হবে। অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরের মরশুমের জন্য নিজেদের মরুশুমের সময়সীমা ঘোষণা করেছে।অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে আসন্ন ভারতীয় ফুটবল মরশুমটি আগামী বছরের ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সারা দেশের পেশাদার ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের দুটি উইণ্ডোতে নিজেদের দলে নিতে পারবে।পেশাদার খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের দ্বিতীয় উইণ্ডোটি শুরু হবে আগামী বছরের ১-৩১ জানুয়ারী থেকে রেজিস্ট্রেশনের দুটি উইণ্ডো পুরুষ ও মহিলা ফুটবল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।অন্যদিকে,অপেশাদার খেলোয়াড়দের নিবন্ধনের সময়কাল ১ জুন,২০২৩ থেকে শুরু হবে এবং ৩১ মে, ২০২৪ তারিখে পুরুষ ও মহিলা ফুটবলারদের জন্য শেষ হবে। প্রসঙ্গত,ভারতীয় ফুটবল ক্যালেণ্ডারে রয়েছে শীর্ষ স্তরের ইণ্ডিয়ান সুপার লীগ,আই লীগ, সন্তোষ ট্রফি, সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ণশিপ (বিভিন্ন বয়সের বিভাগ জুড়ে পুরুষ ও মহিলা),যুব লীগ (বিভিন্ন বয়স বিভাগ),স্টেট লীগ এবং ভারতীয় মহিলা লীগ।সাধারণত জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং জুনিয়র টুর্নামেন্টগুলি দিয়ে মরশুমের শুরু হবে,যদিও ২০২৩-২৪ মরশুমের তারিখগুলি এখনও চূড়ান্ত করা হয়নি।