দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ক্ষতিপুরণের দাবিতে শনিবার সকালে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করলো ক্ষতিগ্রস্তরা। ফলে চরমে উঠেছে জনদুর্ভোগ। জাতীয় সড়কের দুই দিকে শত শত গাড়ি আটকে রয়েছে দীর্ঘক্ষন ধরে। অবরোধে আটকে পড়েন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও। উল্লেখ্য, জাতীয় সড়ক চার লাইন করার ফলে আমবাসার হাদুকলক পাড়ার দুইশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের জন্য আমবাসা মহকুমা শাসক উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ । দুই বছর সময় অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণের কোন কিছুই এলাকাবাসী বা পরিবার গুলি পায়নি।
বারবার আবেদন নিবেদন করার পরও মহকুমা প্রশাসন তথা ল্যান্ড এক্যুইজিশন দপ্তর তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এলাকাবাসীর বক্তব্য, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের মাধ্যমে ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলি সময় মত উপযুক্ত ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন। অথচ আমবাসা মহকুমা প্রশাসন দুই বছর যাবত কোন উদ্যোগে গ্রহণ করতে পারেননি। তাই শনিবার ৩ ডিসেম্বর হাদুকলক পাড়ায় দল-মত নির্বিশেষে আট থেকে আশির সবাই জাতীয় সড়কে বসে পড়েন। একটা সময় অবরোধস্থলে ছুটে আসেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনিও দীর্ঘসময় অবরোধে আটকে পড়েন। মহকুমা প্রশাসনের পক্ষে ডিসি প্রসেনজিৎ মালাকার এবং আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা অবরোধকারীদের সাথে কথা বললেও অবরোধকারীদের একটি বক্তব্য,একই কারণে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন থেকে যদি ক্ষতিগ্রস্তরা উপকৃত হয়ে থাকেন। তাহলে আমবাসা মহকুমা প্রশাসন কেন নিরব?
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…