ক্ষুদ্রতম চামচ বানিয়ে বিশ্বরেকর্ড করলেন বিহারের শশীকান্ত।

এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্বের নানান প্রান্তে প্রতিদিন যে কত অসংখ্য বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে তার ইয়ত্তা নেই। তার মধ্যে কিছু ঘটনা, যা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো, তা উঠে আসে প্রচারের পাদপ্রদীপে। প্রায় প্রতি মাসেই আশ্চর্য সব ঘটনার সূত্রে পুরোনো রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড তৈরি হচ্ছে, নাম উঠছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। আক্ষেপের বিষয় হল, গিনেস রেকর্ডসে এখনও ভারতীয়রা তুলনায় পিছিয়ে। তবে এক ভারতীয় সম্প্রতি বিশ্বের ক্ষুদ্রতম চামচ তৈরি করে বিশ্বরেকর্ড কায়েম করেছেন, নাম তুলে ফেলেছেন গিনেস বুকে। কাঠ কেটে ওই ক্ষুদ্র চামচ তৈরি করেছেন বিহারের বাসিন্দা, পঁচিশ বছরের তরুণ শশীকান্ত প্রজাপতি। তিনি বানিয়েছেন মাত্র ১.৬ মিলিমিটার (০.০৬ ইঞ্চি) দৈর্ঘ্যের চামচ! শশীকান্ত এ ক্ষেত্রে যার রেকর্ড ভেঙেছেন, তিনিও বিহারেরই বাসিন্দা, সর্বোপরি তার স্বজাতি নবরত্ন প্রজাপতি মূর্তিকরের রেকর্ড। ২০২২ সালে ২ মিলিমিটার (০.০৭ ইঞ্চি) দৈর্ঘ্যের চামচ তৈরি বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন নবরত্ন প্রজাপতি। শীতকান্ত কিংবা নবরত্ন, সৃজনাত্মক দৃষ্টিভঙ্গি থেকে থেকে এই ধরনের ক্ষুদ্র শিল্পকর্ম যারা বানান, তাদের বলা হয় মাইক্রো আর্টিস্ট। রেকর্ড গড়া নিয়ে শশীকান্ত প্রজাপতি বলেন, কাঠ দিয়ে চামচ তৈরি করা সহজ ব্যাপার। কিন্তু কাঠ দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করা অত্যন্ত দুরূহ একটি কাজ।এ জন্য চামচ তৈরির সব কলাকৌশল রপ্ত করতে হয়। চূড়ান্তভাবে সফল হওয়ার আগে ১০টি ক্ষুদ্র চামচ তৈরি করেছিলেন তিনি। শশীকান্ত আরও বলেন, ২ মিলিমিটারের চেয়ে ছোট চামচ তৈরি করা খুবই কঠিন। তারপরও কয়েক দফা চেষ্টার পর তিনি সফল হয়েছেন। মূলত কলেজে পড়ার সময় ক্ষুদ্র জিনিস তথা মাইক্রো আর্টের প্রতি ভালবাসা তৈরি হয় শশীকান্তের। এর পর থেকেই এ রকম জিনিস তৈরির নেশায় পেয়ে বসে তাকে।শশীকান্তের আশা ছিল, এভাবে একদিন বিশ্ব রেকর্ড গড়বেন। সেই সঙ্গে কোন বিষয় নিয়ে কাজ করা যায়, সেটি নিয়ে ভাবতে থাকেন। অনেক ভেবে কাঠ দিয়ে সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করার সিদ্ধান্ত নেন। এর আগে ঘাঁটাঘাঁটি করে বিশ্ব রেকর্ডের তথ্য বের করেন। ক্ষুদ্র চামচ তৈরি করে রেকর্ড গড়তে প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি, জানিয়েছেন শশীকান্ত। অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ের পর অবশেষে হয়েছেন সফল। গিনেসের ওয়েবসাইট বলছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর ক্ষুদ্রতম চামচ তৈরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়ে চলেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

20 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

20 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

23 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

23 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

23 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

23 hours ago