খরচ কমাতে ডিএসএম ব্যবস্থা চালু বিদ্যুৎ নিগমের!!

 খরচ কমাতে ডিএসএম ব্যবস্থা চালু বিদ্যুৎ নিগমের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ক্রয় খরচ কমাতে এবং বিদ্যুৎ ঘাটতি কমানোর লক্ষ্যে শুক্রবার “ডিসকম’স ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট অব দা ব্যুরো অব এনার্জি ইফিশিয়েন্সি”-এর অধীনে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট (ডিএসএম) ব্যবস্থা চালু করলো বিদ্যুৎ নিগম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাজ্যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল), ব্যুরো অব এনার্জি (বিইই) এবং গ্রিন ট্রি গ্লোবালের সহযোগিতায় রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এটি চালু করা হয়। ৭০ জনেরও বেশি বিশিষ্ট কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞ যেমন এমএসএমই ইন্ডাস্ট্রিজ, ত্রিপুরা জল বোর্ড, টিআইডিসি, এনইইপিসিও, আবাসিক গ্রাহকরাও এতে উপস্থিত ছিলেন। গোটা ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি তথা টিআইডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. সাজাদ পি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে এদিন ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট (ডিএসএম) কাঠামোর মাধ্যমে বিদ্যুৎ খরচ হ্রাস এবং গ্রিড নির্ভরযোগ্যতা উন্নত করার ক্ষেত্রে টিআইডিসির দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। এছাড়াও ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগে (এমএসএমই) জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে এমএসএমই ইউনিটগুলির এনার্জি অডিটের কথাও বলেন তিনি। তিনি বলেন, ইতিমধ্যেই এক্ষেত্রে ৫টি এমএসএমই ইউনিট নিরীক্ষা করা হয়েছে এবং -অডিট রিপোর্টও প্রস্তুত করা হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ত্রিপুরা শিল্প উদ্যোগ নিগম লিমিটেডের মাধ্যমে জ্বালানি অডিটের জন্য ১২টি এমএসএমই ইউনিট নির্বাচন করা হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে টিএসইসিএলের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা, এজিএম সীমা দাস, এমডি বিশ্বজিৎ বসু, ত্রিপুরার জল বোর্ডের পক্ষে সুপারিনটেন্ডিং ইঞ্জিনীয়ার মংসি মগ, এনার্জি অডিটর (টিএসইসিএল) বিশ্বজিৎ নাথ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে টিএসইসিএলের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জ্বালানি সংরক্ষণের উপর ডিএসএম ব্যবস্থার প্রত্যাশিত ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এছাড়াও এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় বিক্রেতারা তাদের সর্বশেষ উদ্ভাবনী ক্ষেত্রগুলি প্রদর্শন করেন। উচ্চাকাঙক্ষী ডিএসএম লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে এগুলি। এ রাজ্যের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিএসএম উদ্যোগকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে। এতে অংশ নেন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স এবং এনার্জি সার্ভিস কোম্পানির বিভিন্ন প্রতিনিধিরা। তারাও এই ডিএসএম ব্যবস্থা ত্রিপুরার জন্য আরও টেকসই এবং জ্বালানি সাশ্রয়ী ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক যাত্রার সূচনা করবে বলে মনে করেন। এদিন আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হোম এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (এইচইএমএস) প্রদর্শন, ওয়াক-থ্রু এনার্জি অডিট অব এমএসএমই ইন্ডাস্ট্রিজ, শক্তির ব্যবহার সর্বোত্তম করার ক্ষেত্রে এর সম্ভাবনা প্রদর্শন করার মতো বিষয়গুলি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.