খারাপ পরিস্থিতির জন্য সতর্ক করল বিশ্বব্যাঙ্ক

এই খবর শেয়ার করুন (Share this news)

মন্দার আশঙ্কার ব্যাপারে কয়েক মাস ধরে আলোচনা কর বিনিয়োগকারী থেকে শুরু করে ব্যাঙ্কার এবং উদ্যোক্তারা । এখন বিশ্ব ব্যাঙ্ক সেই তালিকায় যোগ দিয়ে মন্দার আশঙ্কার কথা বলছে । সেই সঙ্গে সতর্ক করা হয়েছে , আগামী দিন আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব । সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাঙ্কের সর্বশেষ আন্তর্জাতিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী , বছর শেষের আগে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধি ঋণাত্মক হারে বা মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে । বেশির ভাগ দেশেরই মন্দার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত বলেও সতর্ক করা হয়েছে । বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন , অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে । উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে প্রতিটি দেশের আর্থিক বৃদ্ধির হার নিম্নগতি , যা বিশ্ব অর্থনীতিকে ক্রমশ দুর্বল করেছে ।

এই কারণে ইউরোপ ও পূর্ব এশিয়ার উন্ননয়নশীল দেশগুলি অর্থনৈতিক মন্দার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে । তিনি আরও বলেছেন , বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে । যুদ্ধ , চিনের শূন্য কোভিড নীতি , সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও অর্থনৈতিক ধীরগতির কারণে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির গতি মন্থর করে দিয়েছে । ডেভিড ম্যালপাস বলেছেন , বিশ্বের বেশির ভাগ অঞ্চলে বিনিয়োগ কমে যাওয়ায় এই দশক জুড়ে হয়তো আর্থিক বৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে । অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ইতিমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে ।উৎপাদন বাড়ার গতি থমকে গিয়েছে বিশ্বের একাধিক দেশে । আগামী দিনে মুদ্রাস্ফীতির এই উচ্চহার হয়তো দীর্ঘদিন ভোগাবে বলে আশঙ্কা করছেন তাবড় অর্থনীতিবিদরা ।

প্রকাশিত বিশ্বব্যাঙ্কের ‘ গ্লোবাল ইকোনমিক প্রসপেকস ‘ প্রতিবেদনে চলতি বছর বিশ্বের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এক – তৃতীয়াংশ করা হয়েছে । ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি ২.৭ শতাংশ কমে যেতে পারে , যা ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের অচলাবস্থার সময়ের বৃদ্ধি হ্রাসের প্রায় দ্বিগুণের বেশি । বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে , ১৯৭০ সালের দশকের শেষ দিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সুদের হার বাড়ানো হয়েছিল । কিন্তু সেই পদক্ষেপই ১৯৮২ সালে ডেকে এনেছিল মন্দা । উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোয় আর্থিক সংকট তৈরি হয়েছিল । বিশ্বব্যাঙ্ক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৪,৯০০ কোটি ডলার অতিরিক্ত তহবিল অনুমোদন করেছে এ তহবিল সরকারি ও স্বেচ্ছাসেবীদের মজুরি দিতে ব্যবহার করা হবে ।

Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

1 hour ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

9 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

10 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

12 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

12 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

12 hours ago