খারাপ পরিস্থিতির জন্য সতর্ক করল বিশ্বব্যাঙ্ক

এই খবর শেয়ার করুন (Share this news)

মন্দার আশঙ্কার ব্যাপারে কয়েক মাস ধরে আলোচনা কর বিনিয়োগকারী থেকে শুরু করে ব্যাঙ্কার এবং উদ্যোক্তারা । এখন বিশ্ব ব্যাঙ্ক সেই তালিকায় যোগ দিয়ে মন্দার আশঙ্কার কথা বলছে । সেই সঙ্গে সতর্ক করা হয়েছে , আগামী দিন আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব । সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাঙ্কের সর্বশেষ আন্তর্জাতিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী , বছর শেষের আগে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধি ঋণাত্মক হারে বা মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে । বেশির ভাগ দেশেরই মন্দার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত বলেও সতর্ক করা হয়েছে । বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন , অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে । উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে প্রতিটি দেশের আর্থিক বৃদ্ধির হার নিম্নগতি , যা বিশ্ব অর্থনীতিকে ক্রমশ দুর্বল করেছে ।

এই কারণে ইউরোপ ও পূর্ব এশিয়ার উন্ননয়নশীল দেশগুলি অর্থনৈতিক মন্দার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে । তিনি আরও বলেছেন , বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে । যুদ্ধ , চিনের শূন্য কোভিড নীতি , সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও অর্থনৈতিক ধীরগতির কারণে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির গতি মন্থর করে দিয়েছে । ডেভিড ম্যালপাস বলেছেন , বিশ্বের বেশির ভাগ অঞ্চলে বিনিয়োগ কমে যাওয়ায় এই দশক জুড়ে হয়তো আর্থিক বৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে । অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ইতিমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে ।উৎপাদন বাড়ার গতি থমকে গিয়েছে বিশ্বের একাধিক দেশে । আগামী দিনে মুদ্রাস্ফীতির এই উচ্চহার হয়তো দীর্ঘদিন ভোগাবে বলে আশঙ্কা করছেন তাবড় অর্থনীতিবিদরা ।

প্রকাশিত বিশ্বব্যাঙ্কের ‘ গ্লোবাল ইকোনমিক প্রসপেকস ‘ প্রতিবেদনে চলতি বছর বিশ্বের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এক – তৃতীয়াংশ করা হয়েছে । ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি ২.৭ শতাংশ কমে যেতে পারে , যা ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের অচলাবস্থার সময়ের বৃদ্ধি হ্রাসের প্রায় দ্বিগুণের বেশি । বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে , ১৯৭০ সালের দশকের শেষ দিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সুদের হার বাড়ানো হয়েছিল । কিন্তু সেই পদক্ষেপই ১৯৮২ সালে ডেকে এনেছিল মন্দা । উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোয় আর্থিক সংকট তৈরি হয়েছিল । বিশ্বব্যাঙ্ক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৪,৯০০ কোটি ডলার অতিরিক্ত তহবিল অনুমোদন করেছে এ তহবিল সরকারি ও স্বেচ্ছাসেবীদের মজুরি দিতে ব্যবহার করা হবে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

6 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

10 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

10 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

10 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago