খারাপ পরিস্থিতির জন্য সতর্ক করল বিশ্বব্যাঙ্ক

এই খবর শেয়ার করুন (Share this news)

মন্দার আশঙ্কার ব্যাপারে কয়েক মাস ধরে আলোচনা কর বিনিয়োগকারী থেকে শুরু করে ব্যাঙ্কার এবং উদ্যোক্তারা । এখন বিশ্ব ব্যাঙ্ক সেই তালিকায় যোগ দিয়ে মন্দার আশঙ্কার কথা বলছে । সেই সঙ্গে সতর্ক করা হয়েছে , আগামী দিন আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব । সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাঙ্কের সর্বশেষ আন্তর্জাতিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী , বছর শেষের আগে সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধি ঋণাত্মক হারে বা মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে । বেশির ভাগ দেশেরই মন্দার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত বলেও সতর্ক করা হয়েছে । বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন , অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে । উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে প্রতিটি দেশের আর্থিক বৃদ্ধির হার নিম্নগতি , যা বিশ্ব অর্থনীতিকে ক্রমশ দুর্বল করেছে ।

এই কারণে ইউরোপ ও পূর্ব এশিয়ার উন্ননয়নশীল দেশগুলি অর্থনৈতিক মন্দার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে । তিনি আরও বলেছেন , বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে । যুদ্ধ , চিনের শূন্য কোভিড নীতি , সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও অর্থনৈতিক ধীরগতির কারণে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির গতি মন্থর করে দিয়েছে । ডেভিড ম্যালপাস বলেছেন , বিশ্বের বেশির ভাগ অঞ্চলে বিনিয়োগ কমে যাওয়ায় এই দশক জুড়ে হয়তো আর্থিক বৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে । অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ইতিমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে ।উৎপাদন বাড়ার গতি থমকে গিয়েছে বিশ্বের একাধিক দেশে । আগামী দিনে মুদ্রাস্ফীতির এই উচ্চহার হয়তো দীর্ঘদিন ভোগাবে বলে আশঙ্কা করছেন তাবড় অর্থনীতিবিদরা ।

প্রকাশিত বিশ্বব্যাঙ্কের ‘ গ্লোবাল ইকোনমিক প্রসপেকস ‘ প্রতিবেদনে চলতি বছর বিশ্বের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এক – তৃতীয়াংশ করা হয়েছে । ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি ২.৭ শতাংশ কমে যেতে পারে , যা ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের অচলাবস্থার সময়ের বৃদ্ধি হ্রাসের প্রায় দ্বিগুণের বেশি । বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে , ১৯৭০ সালের দশকের শেষ দিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সুদের হার বাড়ানো হয়েছিল । কিন্তু সেই পদক্ষেপই ১৯৮২ সালে ডেকে এনেছিল মন্দা । উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোয় আর্থিক সংকট তৈরি হয়েছিল । বিশ্বব্যাঙ্ক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৪,৯০০ কোটি ডলার অতিরিক্ত তহবিল অনুমোদন করেছে এ তহবিল সরকারি ও স্বেচ্ছাসেবীদের মজুরি দিতে ব্যবহার করা হবে ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

1 hour ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

2 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

3 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

3 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago