খারিজ নীরব মোদির জামিনের আবেদন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার হীরে ব্যবসায়ী নীরব মোদির নয়া জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডন হাইকোর্ট। ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যের কারাগারে বন্দি ১৩ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে। শারিরীক অবস্থার অবনতি দেখিয়েই জামিনের আবেদন করেছিলেন নীরব মোদির আইনজীবী ৷ তবে বিচারপতি মাইকেল ফোর্ডহ্যাম রয়্যাল কোর্টস অফ জাস্টিসে রায় দেন যে, নীরব মোদি এখনও পালিয়ে যেতে পারেন ৷ পাশাপাশি তাঁর হাতে অনেক তহবিল রয়েছে যা দিয়ে এই মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি ৷