খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড!!
অনলাইন প্রতিনিধি :-খোয়াই জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক শঙ্করী দাস,খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জেলা ও দায়রা আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন,১৯৯৯ সালে খোয়াই থানাধীন পূর্ব গণকী গ্রামের শ্রমিক কলোনিতে নিরঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী যুবক দেবেন্দ্র কন্দ ঘটনার পরই পালিয়ে যায়। দীর্ঘ ২২ বছর ধরে সে এলাকা ছেড়ে রাণীর বাজার এলাকায় অবস্থান করছিল।২০২০ সালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া।সরকারি আইনজীবী জানিয়েছেন,এই মামলায় মোট ১১ জনের সাক্ষী গ্রহণ করা হয়।আদালতের বিচারপতি শংঙ্করী দাস অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন।