খুনের ১৩ বছর পর দুই অভিযুক্ত গ্রেপ্তার!!
দৈনিক সংবাদ অনলাইন।। ২০০৯ সালে সিধাই থানাধীন নরেন্দ্রপুর চা বাগানে খুন করা হয়েছিল বিশ্বজিৎ তাঁতি নামে এক যুবককে। এই ঘটনার ১৩ বছর পর গতকাল বুধবার খোয়াই মহকুমার দুইটি জায়গা থেকে সুজিত সাঁওতাল ও মিস্টার সাঁওতাল দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর এরা প্রথমে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে কনও এক সময় তারা মিজোরামে আশ্রয় নিয়েছিলো। পরে মিজোরাম থেকে তারা খোয়াইয়ে আশ্রয় নেয়।