Categories: দেশ

খুব বেশি দূরে নয়, যখন আসাম আদর্শ হবে: মোদি।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-উত্তর পূর্ব ভারত মঙ্গলবার ভবিষ্যতের একটি নতুন যাত্রা শুরু করছে।আসামের অবিশ্বাস্য সম্ভাবনা ও অগ্রগতিকে বিশ্বের সাথে সংযুক্ত করার একটি বড় উদ্যোগ হচ্ছে অ্যাডভান্টেজ আসাম। ভারতের সমৃদ্ধিতে এই এলাকা প্রধান ভূমিকা পালন করে আসছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার আসামের গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম ২.০ সামিট ২০২৫-এর উদ্বোধন করেন।এতে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা বিকশিত ভারতে অগ্রসর হচ্ছি, ঠিক তখন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব তাদের প্রকৃত সম্ভাবনা প্রদর্শন করবে। অ্যাডভান্টেজ আসাম এই চেতনার প্রতিনিধিত্ব করে। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আসামের সরকার ও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ২০১৩ থেকে এখানে বলে যাওয়া কথাগুলি তাকে স্মরণ করতে দেখা যায়। বলেন,খুব বেশি দূরে নয় যখন ‘এ ফর আসাম’ আদর্শ হবে।প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারতবর্ষ এই শতাব্দীর পরবর্তী ২৫ বছরের জন্য দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে।ভারতের তরুণ প্রজন্মের উপর বিশ্বের অগাধ আস্থা রয়েছে। যেটা দ্রুত দক্ষ এবং উদ্ভাবনী হয়ে উঠছে।ভারতের নব্য-মধ্যবিত্তের প্রতি ক্রমবর্ধমান আস্থার কথাও উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,এখন নতুন আকাঙক্ষা নিয়েদারিদ্র্য থেকে বেরিয়ে আসছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা সমর্থনকারী ভারতের ১৪০ কোটি জনগণের বিশ্বব্যাপী বিশ্বাসের কথা তুলে ধরেন তিনি। ভারতের শাসনব্যবস্থাকে তুলে ধরতে গিয়ে মোদি বলেন, ভারত তার স্থানীয় সরবরাহ চেইনকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক অঞ্চলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রবেশ করছে। তিনি পূর্ব এশিয়া এবং নতুন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের সাথে শক্তিশালী সংযোগের কথাও উল্লেখ করেন। তার কথায়, নতুন সুযোগ এনেছে। সেসঙ্গে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী আস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ভারতের শ্রীবৃদ্ধিতে আসামের অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
অ্যাডভান্টেজ আসাম সামিটের প্রথম সংস্করণ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল।সে সময়ে আসামের অর্থনীতির মূল্য ছিল ২.৭৫ লাখ কোটি টাকা। কিন্তু আজ আসাম প্রায় ৬ লক্ষ কোটি টাকার অর্থনীতির রাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন যে, তাদের সরকারের অধীনে আসামের অর্থনীতি মাত্র ছয় বছরে দ্বিগুণ হয়েছে। তদুপরি, এটা কেন্দ্র এবং রাজ্যে তাদের সরকারের দ্বৈত প্রভাব বলে মনে করেন তিনি। বলেন, আসামে সীমাহীন বিনিয়োগের সম্ভাবনার রাজ্যে পরিণত হচ্ছে। আসাম সরকার শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ তৈরিতে মনোনিবেশ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সাম্প্রতিক বছরগুলিতে সংযোগ সম্পর্কিত পরিকাঠামো উন্নত করার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করছে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরতে গিয়ে বলেন, ২০১৪ সালের আগে ব্রহ্মপুত্র নদের উপর মাত্র তিনটি সেতু ছিল। তবে গত ১০ বছরে চারটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একটি সেতু ভারতরত্ন ভূপেন হাজারিকার নামে নামকরণ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে আসাম গড় রেল বাজেট পেয়েছিল ২,১০০ কোটি। কিন্তু বর্তমান সরকার আসামের রেল বাজেট চার গুণেরও বেশি বাড়িয়ে ১০ হাজার কোটি করেছে। আসামের ৬০টির বেশি রেলওয়ে স্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে। উত্তর পূর্বের প্রথম হাই-স্পিড ট্রেনটি এখন গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলছে।
আসামে বিমান যোগাযোগের দ্রুত সম্প্রসারণকে স্পর্শ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সাল পর্যন্ত বিমানগুলো শুধুমাত্র সাতটি রুটে চলতো। কিন্তু এখন প্রায় ৩০টি রুটে বিমান চলাচল করছে। আজকের এই অনুষ্ঠানে আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী ড. এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে জেএমএম সাংসদ!!

অনলাইন প্রতিনিধি :-কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। ফেরার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি…

3 hours ago

শ্রম দপ্তরে এক করণিকের বিরুদ্ধে অর্থ লুঠের অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-সুশাসনে আর্থিক দুর্নীতি জাঁকিয়ে বসেছে। সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন দপ্তরে যেন অর্থ…

5 hours ago

চার বছর ধরে আটকে থাকা পদোন্নতি মিললো দুই ঘণ্টায়!!

অনলাইন প্রতিনিধি :-চার বছর ধরে পদোন্নতি ফাইলবন্দি। যদিও ইউজিসির নির্দেশিকায় ২০২২ এর ২১ এপ্রিল থেকেই…

6 hours ago

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

1 day ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

1 day ago

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

1 day ago